Ajker Patrika

ভৈরবে ব্যালট ছিনতাই

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৪: ০৮
ভৈরবে ব্যালট ছিনতাই

কিশোরগঞ্জের ভৈরবে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া ও চরের কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

এসময় নৌকার সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছে। এ সময় এ সময় প্রায় দেড় শতাধিক ব্যালট পেপার ছিনতাই হয়।

২টি কেন্দ্রই প্রায় ১ ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত থাকে। খবর পেয়ে বিজিবি, র‍্যাব ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। পরে বেলা সাড়ে ৩টার দিকে আবারও ভোটগ্রহণ শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজনীল শহীদ চৌধুরী ও ভৈরব থানার ওসি গোলাম মোস্তফা। এ ছাড়া উপজেলায় বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এর আগে সকালের দিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ভৈরবের ৭টি ইউপিতে নির্বাচন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত