মাগুরা প্রতিনিধি
সাম্প্রতিক সময়ে করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে সতর্কতামূলক কার্যক্রম শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। মাগুরা জেলায় এখন পর্যন্ত এই ধরন শনাক্ত হয়নি। পাশের জেলা যশোরে তিনজনের শরীরে এই ধরন শনাক্ত হওয়ায় গত মঙ্গলবার জেলায় সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।
মাস্ক ব্যবহার বাধ্যতামূলকসহ ঘরের বাইরে প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না। সেই সঙ্গে করোনার টিকা যাঁরা নেননি, তাঁদের টিকা নিতে অনুরোধ করা হয়েছে এই গণবিজ্ঞপ্তিতে। মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত মঙ্গলবার সকালে।
এতে আরও বলা হয়, করোনার টিকা ছাড়া ঘরের বাইরে কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে জেলা প্রশাসন থেকে একটি মাইকিং ও করা হয় জেলা শহরে। গণবিজ্ঞপ্তি জারির পরও মাগুরায় বিভিন্ন হাটবাজার ও জনসমাগম স্থলে অনেককেই মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। তবে টিকা নিয়েছেন এমন অনেককে পাওয়া গেছে।
সালাম মোল্লা নামের এক পথচারী বলেন, ‘ব্যাংক গিয়েছিলাম। সেখানে তো প্রচুর মানুষের ভিড়। আবার রাস্তায় ভিড়। কেউ মাস্ক পরছে না। আমি একা মাস্ক ব্যবহার করলে কী হবে বলেন? রাস্তায় অভিযান দিলে দেখবেন সব ঠিক হয়ে যাবে।’
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছীন কবীর বলেন, ‘মাস্ক ছাড়া ও টিকা ছাড়া বাইরে ঘোরার সতর্কতা জারি রয়েছে। মানুষকে সচেতন হতে হবে। নিজেকে নিরাপদসহ পরিবারকে যারা ভালো রাখতে চায় তারা আশা করি এটা মেনে চলবে। প্রশাসনিক ভাবে এখন পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি। তবে পরিস্থিতি ভিন্ন হলে আইনগত ব্যবস্থা নিতে পারে। এ মুহূর্তে গণবিজ্ঞপ্তি অনুসারে মাগুরাবাসীর সচেতনতা জরুরি।’
এ প্রসঙ্গে মাগুরা সিভিল সাজন চিকিৎসক শহীদুল্লাহ দেওয়ান আজকের পত্রিকাকে মুঠোফোনে জানান, মাগুরার মোট জনসংখ্যা যদি ১১ লাখ পরিসংখ্যান অফিসের তথ্য অনুসারে। আমরা বর্তমান টিকা দিচ্ছি অন্তত ৭০ শতাংশ মানুষকে টার্গেট করে। ইতিমধ্যে এই ভাগের ৫৩ শতাংশ শেষ করতে পেরেছি। জনসংখ্যার বাকি ৪ লাখ মানুষকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ করোনাকে কে নিয়ন্ত্রণে রাখতে জনসংখ্যার বড় একটা অংশকে টিকার আওতায় আনতে হবে। না হলে বিপদ কিন্তু রয়েই যাচ্ছে। আমরা যদি বাকি এই ৪ লাখ মানুষের মাঝে ২ লাখকে টিকা দিতে পারি তবে কিন্তু আমাদের সামাজিক যে বলয় করোনার বিরুদ্ধ অনেকটাই তৈরি হয়ে যাবে। ইতিমধ্যে ফাইজারের টিকা ১২ বছরের শিক্ষার্থীসহ মোট ২২ হাজার জন শিক্ষার্থীকে টিকা দিতে পেরেছি আমরা।
বুস্টার ডোজ বিষয়ে এই চিকিৎসক জানান, বর্তমান ৬০ বছর যাদের বয়স তাঁদের এই টিকার ডোজটি দেওয়া হচ্ছে। কয়েক দিনে ভেতর আরও ফাইজারের টিকা চলে আসবে। তখন শিক্ষার্থীসহ বুস্টার ডোজটি ক্ষুদে বার্তার মাধ্যমে আমরা গতিশীল করব।
তিনি আরও বলেন, ‘মাগুরা এখন পর্যন্ত নিরাপদ। ওমিক্রনের রোগী আমরা পাইনি। তবে যশোরে কয়েকজনের নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে শুনছি। ভয়ের কিছু নেই। আমরা স্বাস্থ্য বিভাগ সতর্ক আছি। ওমক্রিন বা ডেলটা অথবা ডেলটা প্লাস এগুলো সবই যেন আক্রান্তদের জটিল পর্যায়ে না নেয় সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে এ জন্য টিকা নিয়ে যারা আছেন এবং এর বাইরে যারা ঘোরাঘুরি করছেন তাঁদের নিজে থেকে সচেতন হতে হবে।’
মাগুরা সিভিল সাজন কার্যালয় থেকে জানা যায়, মাগুরায় করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৯১ জন। করোনা শনাক্ত হয়েছিল ৪১৫৮ জনের। গত মঙ্গলবার পর্যন্ত জেলায় একজন রোগী শনাক্ত দেখানো হয়েছে এবং তাঁর ওমিক্রনের কোনো উপসর্গ নেই। বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
সাম্প্রতিক সময়ে করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে সতর্কতামূলক কার্যক্রম শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। মাগুরা জেলায় এখন পর্যন্ত এই ধরন শনাক্ত হয়নি। পাশের জেলা যশোরে তিনজনের শরীরে এই ধরন শনাক্ত হওয়ায় গত মঙ্গলবার জেলায় সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।
মাস্ক ব্যবহার বাধ্যতামূলকসহ ঘরের বাইরে প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না। সেই সঙ্গে করোনার টিকা যাঁরা নেননি, তাঁদের টিকা নিতে অনুরোধ করা হয়েছে এই গণবিজ্ঞপ্তিতে। মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত মঙ্গলবার সকালে।
এতে আরও বলা হয়, করোনার টিকা ছাড়া ঘরের বাইরে কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে জেলা প্রশাসন থেকে একটি মাইকিং ও করা হয় জেলা শহরে। গণবিজ্ঞপ্তি জারির পরও মাগুরায় বিভিন্ন হাটবাজার ও জনসমাগম স্থলে অনেককেই মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। তবে টিকা নিয়েছেন এমন অনেককে পাওয়া গেছে।
সালাম মোল্লা নামের এক পথচারী বলেন, ‘ব্যাংক গিয়েছিলাম। সেখানে তো প্রচুর মানুষের ভিড়। আবার রাস্তায় ভিড়। কেউ মাস্ক পরছে না। আমি একা মাস্ক ব্যবহার করলে কী হবে বলেন? রাস্তায় অভিযান দিলে দেখবেন সব ঠিক হয়ে যাবে।’
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছীন কবীর বলেন, ‘মাস্ক ছাড়া ও টিকা ছাড়া বাইরে ঘোরার সতর্কতা জারি রয়েছে। মানুষকে সচেতন হতে হবে। নিজেকে নিরাপদসহ পরিবারকে যারা ভালো রাখতে চায় তারা আশা করি এটা মেনে চলবে। প্রশাসনিক ভাবে এখন পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি। তবে পরিস্থিতি ভিন্ন হলে আইনগত ব্যবস্থা নিতে পারে। এ মুহূর্তে গণবিজ্ঞপ্তি অনুসারে মাগুরাবাসীর সচেতনতা জরুরি।’
এ প্রসঙ্গে মাগুরা সিভিল সাজন চিকিৎসক শহীদুল্লাহ দেওয়ান আজকের পত্রিকাকে মুঠোফোনে জানান, মাগুরার মোট জনসংখ্যা যদি ১১ লাখ পরিসংখ্যান অফিসের তথ্য অনুসারে। আমরা বর্তমান টিকা দিচ্ছি অন্তত ৭০ শতাংশ মানুষকে টার্গেট করে। ইতিমধ্যে এই ভাগের ৫৩ শতাংশ শেষ করতে পেরেছি। জনসংখ্যার বাকি ৪ লাখ মানুষকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ করোনাকে কে নিয়ন্ত্রণে রাখতে জনসংখ্যার বড় একটা অংশকে টিকার আওতায় আনতে হবে। না হলে বিপদ কিন্তু রয়েই যাচ্ছে। আমরা যদি বাকি এই ৪ লাখ মানুষের মাঝে ২ লাখকে টিকা দিতে পারি তবে কিন্তু আমাদের সামাজিক যে বলয় করোনার বিরুদ্ধ অনেকটাই তৈরি হয়ে যাবে। ইতিমধ্যে ফাইজারের টিকা ১২ বছরের শিক্ষার্থীসহ মোট ২২ হাজার জন শিক্ষার্থীকে টিকা দিতে পেরেছি আমরা।
বুস্টার ডোজ বিষয়ে এই চিকিৎসক জানান, বর্তমান ৬০ বছর যাদের বয়স তাঁদের এই টিকার ডোজটি দেওয়া হচ্ছে। কয়েক দিনে ভেতর আরও ফাইজারের টিকা চলে আসবে। তখন শিক্ষার্থীসহ বুস্টার ডোজটি ক্ষুদে বার্তার মাধ্যমে আমরা গতিশীল করব।
তিনি আরও বলেন, ‘মাগুরা এখন পর্যন্ত নিরাপদ। ওমিক্রনের রোগী আমরা পাইনি। তবে যশোরে কয়েকজনের নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে শুনছি। ভয়ের কিছু নেই। আমরা স্বাস্থ্য বিভাগ সতর্ক আছি। ওমক্রিন বা ডেলটা অথবা ডেলটা প্লাস এগুলো সবই যেন আক্রান্তদের জটিল পর্যায়ে না নেয় সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে এ জন্য টিকা নিয়ে যারা আছেন এবং এর বাইরে যারা ঘোরাঘুরি করছেন তাঁদের নিজে থেকে সচেতন হতে হবে।’
মাগুরা সিভিল সাজন কার্যালয় থেকে জানা যায়, মাগুরায় করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৯১ জন। করোনা শনাক্ত হয়েছিল ৪১৫৮ জনের। গত মঙ্গলবার পর্যন্ত জেলায় একজন রোগী শনাক্ত দেখানো হয়েছে এবং তাঁর ওমিক্রনের কোনো উপসর্গ নেই। বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫