Ajker Patrika

অভিনয়ের জন্য গান ছাড়ছেন সেলেনা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৭: ৩০
অভিনয়ের জন্য গান ছাড়ছেন সেলেনা

গান, অভিনয়, রান্না, ব্যবসা সব ক্ষেত্রেই সরব হলিউড অভিনেত্রী সেলেনা গোমেজ। ক্যারিয়ারের এই সময়ে এসে একসঙ্গে এত কাজ চালিয়ে যাওয়া কঠিন মনে হচ্ছে সেলেনার। তাই গান ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিলেন তিনি।

সম্প্রতি স্মার্টলেস নামের এক পডকাস্টে এসে সেলেনা এমনটা জানান। সেলেনা গোমেজ বলেন, ‘আমি ছোটবেলা থেকেই অভিনেত্রী হতে চেয়েছি। কখনোই পেশাদার গায়িকা হতে চাইনি। গান করেছি শখের বশে। তবে সংগীতের শুরুর সময়টা খুব উপভোগ করেছি। ট্যুরগুলো আনন্দের ছিল। গান যখন গেয়েছি, তখনো প্রচুর টিভি শো করেছি। সংগীতের প্রতি ভালোলাগার কারণে দুটোই চালিয়েছি। কিন্তু যত বয়স হচ্ছে, মনে হচ্ছে, আমার এমন কিছু খুঁজতে হবে যেখানে সেটেলড হতে পারি। আমি বুঝতে পারছি, যদি একাধিক অ্যালবাম করতে যাই, তাহলে আমার অভিনয়কে বিদায় জানাতে হবে। কিন্তু অভিনয়টা আমি করতে চাই।’

সেলেনা এখন তাঁর পরবর্তী অ্যালবামের কাজ করছেন। তবে আপাতত এটাই হতে পারে তাঁর শেষ অ্যালবাম। এ বিষয়ে সেলেনা বলেন, ‘এটাই হয়তো আমার গানের শেষ অ্যালবাম। অন্যভাবে বলা যায়, অভিনয়কে বেছে নিচ্ছি।’

২০২১ সালেও ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সংগীত থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন সেলেনা। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি জানি, আমার গানের অনেক শ্রোতা আছে। তাঁরা আমার গানকে ভালোবাসেন। আমি তাঁদের কাছে চির কৃতজ্ঞ। কিন্তু সংগীত থেকে আমি অবসর নেব।’

মাত্র ৯ বছর বয়সে ‘বারনি অ্যান্ড ফ্রেন্ডস’ টিভি সিরিজ দিয়ে অভিনয় শুরু করেন সেলেনা গোমেজ। অভিনয় ক্যারিয়ারে সেলেনা অভিনয় করেছেন ‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’, ‘অনলি মার্ডার ইন দ্য বিল্ডিং’, ‘গেটওয়ে’, ‘মন্টি কার্লো’, ‘দ্য মাপেটস’সহ অনেক সিনেমা ও সিরিজে। ‘বয়ফ্রেন্ড’, ‘লাভ ইউ লাইক অ্যা লাভ সং’, ‘রেয়ার’, ‘ব্যাক টু ইউ’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাঁর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত