তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই চর্চার কেন্দ্রবিন্দু। এবার সেলেনা গোমেজকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর ভক্ত-অনুরাগীরা। প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী-গায়িকা সেলেনা। বিশেষ মুহূর্তের সেই একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের অন্যতম কনিষ্ঠ নারী বিলিয়নিয়ার হিসেবে রেকর্ড গড়েছেন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। গত মাসে ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছিল, প্রথমবারের মতো বিলিয়নিয়ারের তালিকায় নাম উঠেছে তাঁর। এখন সেলেনার সম্পত্তির পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ডলার।
গান, অভিনয়, রান্না, ব্যবসা সব ক্ষেত্রেই সরব হলিউড অভিনেত্রী সেলেনা গোমেজ। ক্যারিয়ারের এই সময়ে এসে একসঙ্গে এত কাজ চালিয়ে যাওয়া কঠিন মনে হচ্ছে সেলেনার। তাই গান ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিলেন তিনি।
প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি মিউজিয়াম গালায় অংশ নিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গতকাল সোমবার রাতে ২০২৩ সালের অ্যাকাডেমি মিউজিয়াম গালা অনুষ্ঠিত হয়। তারকা খচিত সন্ধ্যায় হলিউডের তারকাদের সঙ্গে উপস্থিত ছিলেন দীপিকা।