Ajker Patrika

সেলেনার বাগদানের পর সাবেক প্রেমিক জাস্টিন বিবারের ‘রহস্যময়’ পোস্ট

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮: ৪১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ ব্যক্তিজীবন নিয়ে সব সময় থাকেন আলোচনায়। সম্প্রতি বাগদানের খবরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এই গায়িকা। এর মধ্যে সাবেক প্রেমিক জাস্টিন বিবাবের পোস্ট যেন সেই আলোচনাকে উসকে দিয়েছে। জাস্টিনের ভক্ত-অনুরাগীদের ধারণা, তবে কি বাগদানের খবরে সাবেক প্রেমিকাকে ‘গোপন বার্তা’ পাঠিয়েছেন বিবার?

৩২ বছর বয়সী তারকা সেলেনা গোমেজ গত সপ্তাহে তাঁর বাগদানের ঘোষণা দেন ইনস্টাগ্রামে। বিশেষ মুহূর্তের সেই একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন গায়িকা। এর কয়েক দিন পর জাস্টিন তাঁর স্ত্রী হেইলি বিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যেখানে হেইলি তাঁকে গালে চুম্বন করছেন। এই পোস্টে ক্যাপশনে তিনি ব্যবহার করেন লিজি ম্যাকআল্পাইনের গান ‘অল মাই গোস্টস’, যা ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।

গানটি একজন সাবেক সঙ্গীর স্মৃতির কথা নিয়ে লেখা। গানের কথাগুলো হলো, ‘আমি এখন দেখতে পাচ্ছি, বছরের সেরা বিয়েটা, আমি এখন দেখতে পাচ্ছি, সে ওপরে দাঁড়িয়ে তার চোখ মুছছে, আমি এখন দেখতে পাচ্ছি, যখন আমার সব অতীতের ছায়া মুছে যাবে, আমি এখন এটা পুরোপুরি পরিষ্কার দেখতে পাচ্ছি।’

ভক্তরা মনে করছেন, জাস্টিন এই গান বেছে নিয়ে সেলেনার প্রতি ইঙ্গিত দিয়েছেন। এক ভক্ত জিজ্ঞেস করেন, ‘কিন্তু কেন এই গান?’ আরেকজন বলেন, ‘তিনি হয়তো ভাবছেন, আমি বিয়ে করেছি, সন্তান আছে, তবু তার বাগদান আমার হৃদয়ে ছুরির আঘাতের মতো লেগেছে। এটা তার চোখে স্পষ্ট।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘আমি জানি না, জাস্টিন এটা সত্যি বলছেন, নাকি মজা করছেন।’

গুজব আরও তীব্র হয়েছে। কারণ, জাস্টিন নাকি চান, সেলেনা তাঁর নতুন জীবনে সুখী থাকুক। যদিও তিনি প্রকাশ্যে সেলেনাকে শুভেচ্ছা জানাননি, তবে ডেইলি মেইলকে একটি সূত্র জানিয়েছে, ‘জাস্টিন বিয়ে করেছেন এবং সন্তানের বাবা, আমরা সবাই তা জানি। কিন্তু যখন তিনি শুনলেন, সেলেনা বাগদান করেছেন, তখন তাঁর মনে সামান্য আঘাত লেগেছিল। কারণ, তাঁরা আর কখনো বন্ধু বা সঙ্গী হবে না, তবে এটি একটি যুগের আনুষ্ঠানিক সমাপ্তি।’

সেলেনা ও জাস্টিনের সম্পর্ক ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ছিল। তাঁদের বিচ্ছেদের পরপরই জাস্টিন হেইলির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং একই বছরের সেপ্টেম্বরে তাঁরা বিয়ে করেন।

সেলেনা ও তাঁর বাগ্‌দত্তা বেনি ২০২৩ সালের জুন মাস থেকে সম্পর্কে রয়েছেন, তবে তাঁরা এটি ডিসেম্বরে প্রকাশ্যে নিশ্চিত করেন। বেনি এক রোমান্টিক পিকনিকের সময় সেলেনাকে বিয়ের প্রস্তাব দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত