কয়েক দিন আগে হয়ে গেল গোল্ডেন গ্লোবের এ বছরের আসর। বিশ্বের নামী তারকারা এসেছিলেন উৎসবে। ছিলেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজও। ওয়েব প্ল্যাটফর্ম হুলুর সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এ অভিনয়ের জন্য এবার গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছিলেন তিনি। স্ট্র্যাপলেস খয়েরি মখমলের গাউনে রেড কার্পেটে নজর কাড়েন সেলেনা। তবে উৎসব শেষে খানিকটা বিব্রতকর পরিস্থিতির মুখেও পড়তে হয়েছে তাঁকে। গোল্ডেন গ্লোবের মঞ্চে তাঁর লুক দেখে সমালোচনা করেছেন অনেকেই।
সেলেনা ইদানীং কিছুটা মুটিয়ে গেছেন। তাঁর বাড়তি ওজনের ছবি দেখে মন ভেঙে গেছে ভক্তদের। সেলেনা যে পোশাকটি পরে গোল্ডেন গ্লোবে এসেছিলেন, সেটিও অনেকের পছন্দ হয়নি। তাই সেলেনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর সমালোচনা হয়েছে। তাঁর বিরুদ্ধে ধেয়ে আসা এসব বডিশেমিং মন্তব্য নিয়ে গতকাল মুখ খুলেছেন সেলেনা। তবে মন খারাপ করে নয়, বরং হাসি-ঠাট্টা করেই সমালোচনার জবাব দিয়েছেন তিনি।
ছোট বোন গ্রেসি এলিয়ট টিফির সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে এসে সেলেনা বলেন, ‘আমি জানি, আমার ওজন কিছুটা বেড়েছে। কিন্তু এভাবেই আমার ছুটির দিনগুলো উপভোগ করছি।’ সঙ্গে সঙ্গে পাশ থেকে বোন তাঁর কথায় সম্মতি জানান। এরপর হেসে ফেটে পড়েন সেলেনা। বলেন, ‘আমি এখন একটু শুকানোর চেষ্টা করছি। কিন্তু আজই আবার জ্যাক ইন দ্য বক্সে (ফাস্টফুড রেস্টুরেন্ট) গেলাম। চারটি ট্যাকো, তিনটি এগ রোল, অনিয়ন রিংস আর চিকেন স্যান্ডউইচ খেয়ে ফেললাম। তবে আসল কথা হচ্ছে, ওজন নিয়ে আমি কোনো চিন্তাই করছি না। এই যে লোকজন বলে তুমি শুকিয়েছ বা মোটা হয়েছ কিংবা এই পোশাকটি তোমাকে মানায়নি—এসব কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই।’
সেলেনা আরও জানিয়েছেন, নিন্দুকের কথায় কান না দিয়ে এগিয়ে যেতেই পছন্দ করেন তিনি।
কয়েক দিন আগে হয়ে গেল গোল্ডেন গ্লোবের এ বছরের আসর। বিশ্বের নামী তারকারা এসেছিলেন উৎসবে। ছিলেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজও। ওয়েব প্ল্যাটফর্ম হুলুর সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এ অভিনয়ের জন্য এবার গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছিলেন তিনি। স্ট্র্যাপলেস খয়েরি মখমলের গাউনে রেড কার্পেটে নজর কাড়েন সেলেনা। তবে উৎসব শেষে খানিকটা বিব্রতকর পরিস্থিতির মুখেও পড়তে হয়েছে তাঁকে। গোল্ডেন গ্লোবের মঞ্চে তাঁর লুক দেখে সমালোচনা করেছেন অনেকেই।
সেলেনা ইদানীং কিছুটা মুটিয়ে গেছেন। তাঁর বাড়তি ওজনের ছবি দেখে মন ভেঙে গেছে ভক্তদের। সেলেনা যে পোশাকটি পরে গোল্ডেন গ্লোবে এসেছিলেন, সেটিও অনেকের পছন্দ হয়নি। তাই সেলেনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর সমালোচনা হয়েছে। তাঁর বিরুদ্ধে ধেয়ে আসা এসব বডিশেমিং মন্তব্য নিয়ে গতকাল মুখ খুলেছেন সেলেনা। তবে মন খারাপ করে নয়, বরং হাসি-ঠাট্টা করেই সমালোচনার জবাব দিয়েছেন তিনি।
ছোট বোন গ্রেসি এলিয়ট টিফির সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে এসে সেলেনা বলেন, ‘আমি জানি, আমার ওজন কিছুটা বেড়েছে। কিন্তু এভাবেই আমার ছুটির দিনগুলো উপভোগ করছি।’ সঙ্গে সঙ্গে পাশ থেকে বোন তাঁর কথায় সম্মতি জানান। এরপর হেসে ফেটে পড়েন সেলেনা। বলেন, ‘আমি এখন একটু শুকানোর চেষ্টা করছি। কিন্তু আজই আবার জ্যাক ইন দ্য বক্সে (ফাস্টফুড রেস্টুরেন্ট) গেলাম। চারটি ট্যাকো, তিনটি এগ রোল, অনিয়ন রিংস আর চিকেন স্যান্ডউইচ খেয়ে ফেললাম। তবে আসল কথা হচ্ছে, ওজন নিয়ে আমি কোনো চিন্তাই করছি না। এই যে লোকজন বলে তুমি শুকিয়েছ বা মোটা হয়েছ কিংবা এই পোশাকটি তোমাকে মানায়নি—এসব কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই।’
সেলেনা আরও জানিয়েছেন, নিন্দুকের কথায় কান না দিয়ে এগিয়ে যেতেই পছন্দ করেন তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪