Ajker Patrika

জিয়ার কবরে শ্রদ্ধা খুলনা বিএনপির

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৪: ১৫
জিয়ার কবরে শ্রদ্ধা খুলনা বিএনপির

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা। গতকাল সোমবার বেলা ১২টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তাঁরা।

শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপকে দেশের ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই সংলাপের নামে যে ভেলকিবাজি করা হচ্ছে, সংলাপের নামে যে বায়োস্কোপ করা হচ্ছে এ জন্য জাতির কাছে একদিন আওয়ামী লীগ সরকারকে জবাবদিহি করতে হবে।

খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে উন্নত চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করে সরকার নির্দয় শাসকের পরিচয় দিচ্ছে দাবি করে বিএনপির এ নেতা বলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। তার শারীরিক অবস্থা এখনো ভালো নয়।

এ সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, আমন্ত্রিত অতিথি ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম।

নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক আমির এজাজ খান, মহানগরের সদস্যসচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পী, নগর সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম জহির ও জেলার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু হোসেন বাবু। এ ছাড়া খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত