দোহার (ঢাকা) প্রতিনিধি
দীর্ঘ ২১ বছর পর দোহার পৌরসভার সীমানা জটিলতার সমাধান করে পৌরসভার ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদ নাঈম।
ইউএনও স্বাক্ষরিত প্যাডে উল্লেখ্ করা হয়েছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে পশ্চিম লটাখোলা, মধ্য লটাখোলা ও পূর্ব লটাখোলা গ্রাম। ২ নম্বর ওয়ার্ডে উত্তর চরজয়পাড়া, দক্ষিণ চরজয়পাড়া, উত্তর জয়পাড়া খালপাড় (খালের উত্তর পাড়ের অংশ) ও খালপাড় (খালের উত্তর পাড়ের অংশ)। ৩ নম্বর ওয়ার্ডে উত্তর জয়পাড়া ব্যাঙ্গারচর, উত্তর জয়পাড়া খালপাড় (খালের দক্ষিণ অংশ), উত্তর জয়পাড়া গাজীকান্দা, উত্তর জয়পাড়া মিয়াপাড়া, উত্তর জয়পাড়া কুঠিবাড়ী, উত্তর জয়পাড়া ও ইসলামপুর গ্রাম। ৪ নম্বর ওয়ার্ডে দক্ষিণ জয়পাড়া, উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া ও খাড়াকান্দা গ্রাম। ৫ নম্বর ওয়ার্ডে দক্ষিণ জয়পাড়া গাংপাড় (ওয়াপদা রাস্তার পূর্বপাড়), দক্ষিণ জয়পাড়া মাঝিপাড়া, দক্ষিণ জয়পাড়া ঘোনা ও নুরপুর (ওয়াপদা রাস্তার পূর্ব অংশ) গ্রাম। ৬ নম্বর ওয়ার্ডে চর লটাখোলা (লটাখোলা নতুন বাজার খাল থেকে রাশেদ মোল্লাবাড়ির ব্রিজ হয়ে নারিশা খাল), বটিয়া, নুরপুর (ওয়াপদা রাস্তার পশ্চিম অংশ) ও দক্ষিণ জয়পাড়া গাংপাড় (ওয়াপদা রাস্তার পশ্চিম অংশ) গ্রাম। ৭ নম্বর ওয়ার্ডে দোহার ঘাটা, কাজীর চর (পূর্ব অংশ) ও পূর্ব সুতারপাড়া (পশ্চিম অংশ) গ্রাম। ৮ নম্বর ওয়ার্ডে বানাঘাটা, নিকড়া ও কাটাখালী গ্রাম। ৯ নম্বর ওয়ার্ডে দক্ষিণ ইউসুফপুর, রসুলপুর, লম্বরকান্দা, উত্তর ইউসুফপুর, খালপাড় (খালের দক্ষিণপাড়ার অংশ)।
ইউএনও এএফএম ফিরোজ মাহমুদ নাঈম বলেন, ‘আমরা দোহার পৌরসভার সীমানা নির্ধারণ করেছি। এই সীমানা নির্ধারণের কপি ডিসি অফিসে পাঠাবো। এ বিষয়ে আপত্তি থাকলে ১৫ দিনের মধ্যে ডিসি বরাবর আপিল করতে হবে।’
দোহার পৌরসভা ইঞ্জিনিয়ার মশিউর রহমান বলেন, ‘দোহার পৌরসভার সীমানা ইউএনও ও এসিল্যান্ড নির্ধারণ করেছেন। পৌরসভা থেকে দেওয়া ঘরের নেইম প্লেট ও হোল্ডিং নম্বর পরিবর্তনে সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব।’
দীর্ঘ ২১ বছর পর দোহার পৌরসভার সীমানা জটিলতার সমাধান করে পৌরসভার ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদ নাঈম।
ইউএনও স্বাক্ষরিত প্যাডে উল্লেখ্ করা হয়েছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে পশ্চিম লটাখোলা, মধ্য লটাখোলা ও পূর্ব লটাখোলা গ্রাম। ২ নম্বর ওয়ার্ডে উত্তর চরজয়পাড়া, দক্ষিণ চরজয়পাড়া, উত্তর জয়পাড়া খালপাড় (খালের উত্তর পাড়ের অংশ) ও খালপাড় (খালের উত্তর পাড়ের অংশ)। ৩ নম্বর ওয়ার্ডে উত্তর জয়পাড়া ব্যাঙ্গারচর, উত্তর জয়পাড়া খালপাড় (খালের দক্ষিণ অংশ), উত্তর জয়পাড়া গাজীকান্দা, উত্তর জয়পাড়া মিয়াপাড়া, উত্তর জয়পাড়া কুঠিবাড়ী, উত্তর জয়পাড়া ও ইসলামপুর গ্রাম। ৪ নম্বর ওয়ার্ডে দক্ষিণ জয়পাড়া, উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া ও খাড়াকান্দা গ্রাম। ৫ নম্বর ওয়ার্ডে দক্ষিণ জয়পাড়া গাংপাড় (ওয়াপদা রাস্তার পূর্বপাড়), দক্ষিণ জয়পাড়া মাঝিপাড়া, দক্ষিণ জয়পাড়া ঘোনা ও নুরপুর (ওয়াপদা রাস্তার পূর্ব অংশ) গ্রাম। ৬ নম্বর ওয়ার্ডে চর লটাখোলা (লটাখোলা নতুন বাজার খাল থেকে রাশেদ মোল্লাবাড়ির ব্রিজ হয়ে নারিশা খাল), বটিয়া, নুরপুর (ওয়াপদা রাস্তার পশ্চিম অংশ) ও দক্ষিণ জয়পাড়া গাংপাড় (ওয়াপদা রাস্তার পশ্চিম অংশ) গ্রাম। ৭ নম্বর ওয়ার্ডে দোহার ঘাটা, কাজীর চর (পূর্ব অংশ) ও পূর্ব সুতারপাড়া (পশ্চিম অংশ) গ্রাম। ৮ নম্বর ওয়ার্ডে বানাঘাটা, নিকড়া ও কাটাখালী গ্রাম। ৯ নম্বর ওয়ার্ডে দক্ষিণ ইউসুফপুর, রসুলপুর, লম্বরকান্দা, উত্তর ইউসুফপুর, খালপাড় (খালের দক্ষিণপাড়ার অংশ)।
ইউএনও এএফএম ফিরোজ মাহমুদ নাঈম বলেন, ‘আমরা দোহার পৌরসভার সীমানা নির্ধারণ করেছি। এই সীমানা নির্ধারণের কপি ডিসি অফিসে পাঠাবো। এ বিষয়ে আপত্তি থাকলে ১৫ দিনের মধ্যে ডিসি বরাবর আপিল করতে হবে।’
দোহার পৌরসভা ইঞ্জিনিয়ার মশিউর রহমান বলেন, ‘দোহার পৌরসভার সীমানা ইউএনও ও এসিল্যান্ড নির্ধারণ করেছেন। পৌরসভা থেকে দেওয়া ঘরের নেইম প্লেট ও হোল্ডিং নম্বর পরিবর্তনে সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪