দোহার (ঢাকা) প্রতিনিধি
দীর্ঘ ২১ বছর পর দোহার পৌরসভার সীমানা জটিলতার সমাধান করে পৌরসভার ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদ নাঈম।
ইউএনও স্বাক্ষরিত প্যাডে উল্লেখ্ করা হয়েছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে পশ্চিম লটাখোলা, মধ্য লটাখোলা ও পূর্ব লটাখোলা গ্রাম। ২ নম্বর ওয়ার্ডে উত্তর চরজয়পাড়া, দক্ষিণ চরজয়পাড়া, উত্তর জয়পাড়া খালপাড় (খালের উত্তর পাড়ের অংশ) ও খালপাড় (খালের উত্তর পাড়ের অংশ)। ৩ নম্বর ওয়ার্ডে উত্তর জয়পাড়া ব্যাঙ্গারচর, উত্তর জয়পাড়া খালপাড় (খালের দক্ষিণ অংশ), উত্তর জয়পাড়া গাজীকান্দা, উত্তর জয়পাড়া মিয়াপাড়া, উত্তর জয়পাড়া কুঠিবাড়ী, উত্তর জয়পাড়া ও ইসলামপুর গ্রাম। ৪ নম্বর ওয়ার্ডে দক্ষিণ জয়পাড়া, উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া ও খাড়াকান্দা গ্রাম। ৫ নম্বর ওয়ার্ডে দক্ষিণ জয়পাড়া গাংপাড় (ওয়াপদা রাস্তার পূর্বপাড়), দক্ষিণ জয়পাড়া মাঝিপাড়া, দক্ষিণ জয়পাড়া ঘোনা ও নুরপুর (ওয়াপদা রাস্তার পূর্ব অংশ) গ্রাম। ৬ নম্বর ওয়ার্ডে চর লটাখোলা (লটাখোলা নতুন বাজার খাল থেকে রাশেদ মোল্লাবাড়ির ব্রিজ হয়ে নারিশা খাল), বটিয়া, নুরপুর (ওয়াপদা রাস্তার পশ্চিম অংশ) ও দক্ষিণ জয়পাড়া গাংপাড় (ওয়াপদা রাস্তার পশ্চিম অংশ) গ্রাম। ৭ নম্বর ওয়ার্ডে দোহার ঘাটা, কাজীর চর (পূর্ব অংশ) ও পূর্ব সুতারপাড়া (পশ্চিম অংশ) গ্রাম। ৮ নম্বর ওয়ার্ডে বানাঘাটা, নিকড়া ও কাটাখালী গ্রাম। ৯ নম্বর ওয়ার্ডে দক্ষিণ ইউসুফপুর, রসুলপুর, লম্বরকান্দা, উত্তর ইউসুফপুর, খালপাড় (খালের দক্ষিণপাড়ার অংশ)।
ইউএনও এএফএম ফিরোজ মাহমুদ নাঈম বলেন, ‘আমরা দোহার পৌরসভার সীমানা নির্ধারণ করেছি। এই সীমানা নির্ধারণের কপি ডিসি অফিসে পাঠাবো। এ বিষয়ে আপত্তি থাকলে ১৫ দিনের মধ্যে ডিসি বরাবর আপিল করতে হবে।’
দোহার পৌরসভা ইঞ্জিনিয়ার মশিউর রহমান বলেন, ‘দোহার পৌরসভার সীমানা ইউএনও ও এসিল্যান্ড নির্ধারণ করেছেন। পৌরসভা থেকে দেওয়া ঘরের নেইম প্লেট ও হোল্ডিং নম্বর পরিবর্তনে সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব।’
দীর্ঘ ২১ বছর পর দোহার পৌরসভার সীমানা জটিলতার সমাধান করে পৌরসভার ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদ নাঈম।
ইউএনও স্বাক্ষরিত প্যাডে উল্লেখ্ করা হয়েছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে পশ্চিম লটাখোলা, মধ্য লটাখোলা ও পূর্ব লটাখোলা গ্রাম। ২ নম্বর ওয়ার্ডে উত্তর চরজয়পাড়া, দক্ষিণ চরজয়পাড়া, উত্তর জয়পাড়া খালপাড় (খালের উত্তর পাড়ের অংশ) ও খালপাড় (খালের উত্তর পাড়ের অংশ)। ৩ নম্বর ওয়ার্ডে উত্তর জয়পাড়া ব্যাঙ্গারচর, উত্তর জয়পাড়া খালপাড় (খালের দক্ষিণ অংশ), উত্তর জয়পাড়া গাজীকান্দা, উত্তর জয়পাড়া মিয়াপাড়া, উত্তর জয়পাড়া কুঠিবাড়ী, উত্তর জয়পাড়া ও ইসলামপুর গ্রাম। ৪ নম্বর ওয়ার্ডে দক্ষিণ জয়পাড়া, উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া ও খাড়াকান্দা গ্রাম। ৫ নম্বর ওয়ার্ডে দক্ষিণ জয়পাড়া গাংপাড় (ওয়াপদা রাস্তার পূর্বপাড়), দক্ষিণ জয়পাড়া মাঝিপাড়া, দক্ষিণ জয়পাড়া ঘোনা ও নুরপুর (ওয়াপদা রাস্তার পূর্ব অংশ) গ্রাম। ৬ নম্বর ওয়ার্ডে চর লটাখোলা (লটাখোলা নতুন বাজার খাল থেকে রাশেদ মোল্লাবাড়ির ব্রিজ হয়ে নারিশা খাল), বটিয়া, নুরপুর (ওয়াপদা রাস্তার পশ্চিম অংশ) ও দক্ষিণ জয়পাড়া গাংপাড় (ওয়াপদা রাস্তার পশ্চিম অংশ) গ্রাম। ৭ নম্বর ওয়ার্ডে দোহার ঘাটা, কাজীর চর (পূর্ব অংশ) ও পূর্ব সুতারপাড়া (পশ্চিম অংশ) গ্রাম। ৮ নম্বর ওয়ার্ডে বানাঘাটা, নিকড়া ও কাটাখালী গ্রাম। ৯ নম্বর ওয়ার্ডে দক্ষিণ ইউসুফপুর, রসুলপুর, লম্বরকান্দা, উত্তর ইউসুফপুর, খালপাড় (খালের দক্ষিণপাড়ার অংশ)।
ইউএনও এএফএম ফিরোজ মাহমুদ নাঈম বলেন, ‘আমরা দোহার পৌরসভার সীমানা নির্ধারণ করেছি। এই সীমানা নির্ধারণের কপি ডিসি অফিসে পাঠাবো। এ বিষয়ে আপত্তি থাকলে ১৫ দিনের মধ্যে ডিসি বরাবর আপিল করতে হবে।’
দোহার পৌরসভা ইঞ্জিনিয়ার মশিউর রহমান বলেন, ‘দোহার পৌরসভার সীমানা ইউএনও ও এসিল্যান্ড নির্ধারণ করেছেন। পৌরসভা থেকে দেওয়া ঘরের নেইম প্লেট ও হোল্ডিং নম্বর পরিবর্তনে সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫