Ajker Patrika

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৯: ৫৯
অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি পাইপগান এবং শটগানের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন আলাইয়াপুর ইউনিয়নের রামপুর গ্রামের আবদুল জলিলের ছেলে রাকিব হোসেন প্রকাশ রাকিব চোরা এবং এনায়েত নগর গ্রামের রফিক উল্যার ছেলে দেলোয়ার হোসেন বাবু।

পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় আলাইয়াপুর ইউনিয়নের রমনিরহাট বাজারে অস্ত্র নিয়ে মহড়া দেয় রাকিব, বাবুসহ একদল অস্ত্রধারী। এ ঘটনার পর অস্ত্রধারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার রাতে আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালিয়ে রাকিব ও বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাহাদুরপুর গ্রামের একটি সুপারি বাগানের পাশের একটি ঝোপ থেকে দুটি দেশীয় পাইপগান এবং চার রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত