শামিমুজ্জামান, খুলনা
খুলনা বিভাগের ১০ জেলায় পানিসংকট ও লবণাক্ততার কারণে ৯৫ হাজার ৩২৮ হেক্টর জমি অনাবাদি রয়েছে। এ জমির মধ্যে ১২ হাজার ৯৭৯ হেক্টর জমি চাষাবাদের
আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পরিত্যক্ত জমিও চাষাবাদের আওতায় আনা হচ্ছে।
খুলনা বিভাগের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে দুই অঞ্চলে ভাগ করা হয়েছে। এর মধ্যে খুলনা অঞ্চলে রয়েছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও নড়াইল। অন্যদিকে যশোর অঞ্চলে রয়েছে যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা। এই ১০ জেলায় ১২ লাখ ২২ হাজার ৫৫১ হেক্টর আবাদযোগ্য জমি রয়েছে।
এর মধ্যে খুলনা অঞ্চলে মোট চাষযোগ্য জমি ৫ লাখ ২৩ হাজার ৫৯১ হেক্টর। অনাবাদি ৯৫ হাজার ২০৩ হেক্টর। ১২ হাজার ৮৮৪ হেক্টর জমি চাষের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। অপরদিকে যশোর অঞ্চলে মোট চাষযোগ্য জমি ৬ লাখ ৯৮ হাজার ৯৬০ হেক্টর। অনাবাদি রয়েছে ১২৫ হেক্টর জমি। চাষের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে ৯৫ হেক্টর জমি।
ডুমুরিয়া উপজেলার শিবনগর এলাকার কৃষক আব্দুস সালাম বলেন, ‘লোনা পানির কারণে একসময় আমার অনেক জমি বছরের পর বছর পতিত থাকত। এখন ওই জমিগুলোতে নতুন জাতের ধান চাষ করছি।’ একই উপজেলার বরাতিয়া গ্রামের বাসিন্দা আলামিন শেখ বলেন, শোভনা, খর্ণিয়া, আটলিয়া, রুদাঘরাসহ প্রতিটি ইউনিয়নে ধান ও শাকসবজির আবাদ অনেক বেড়েছে। এ ছাড়া মৎস্য ঘেরের আইল ও বসতবাড়ির আঙিনায় বেড়েছে সিজন ও অফসিজন সবজির চাষ।
তেরখাদা উপজেলার বাসিন্দা হেমায়েত উদ্দিন বলেন, জলাবদ্ধতা থাকায় এ উপজেলায় অনেক জমি পতিত থাকত। কিন্তু এখন ডোবা বা জলাবদ্ধ বিলে ভাসমান সবজির চাষ হচ্ছে। অনেকে ডোবা-বিলে ঘের করে আইলে সবজির চাষ এবং ঘেরে মাছ ও ধান চাষ করছেন। রূপসা উপজেলার কৃষক হামিদ আলী জানান, তাঁর পাঁচ বিঘা কৃষিজমি রয়েছে। এর মধ্যে দুই বিঘা জমিতে একটি ফসল উৎপাদন করা যেত। এখন অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় সেখানে দুই-তিনবার ফসল উৎপাদন করা যাচ্ছে। ফলে তিনি লাভবান হচ্ছেন।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, লবণাক্ততা ও পানিসংকটের কারণে খুলনা অঞ্চলের জমি অনাবাদি থাকে। এ ছাড়া খুলনার বেশ কিছু সরকারি শিল্পপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ওই সব প্রতিষ্ঠানের জমি অব্যবহৃত রয়েছে।
অনেক সরকারি প্রতিষ্ঠানে ফাঁকা জমি পড়ে রয়েছে। চলতি মৌসুমে ওই সব অনাবাদি জমি চাষের আওতায় আনা হবে। তিনি বলেন, নদী এবং খালের পানি এবং বৃষ্টির পানি সংরক্ষণ করে সেচ দেওয়া হবে। ইতিমধ্যে বেশ কিছু জমি চাষের জন্য প্রস্তুত শুরু হয়েছে। খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকার চাষি সাঈদের সঙ্গে কথা হয়। তিনি জানান, পানিতে অতর্কিত লবণাক্ততা এবং পানিসংকটের কারণে তাঁর জমি অন্যান্য বছর অনাবাদি পড়ে থাকে। এবার তিনি চাষের জন্য প্রস্তুত করছেন। তিনি বলেন, কৃষি বিভাগের সহযোগিতায় তিনি জমিতে ফসল করার প্রস্তুতি নিচ্ছেন।
খুলনা মহানগরীর পাবলিক হল, খুলনার বন্ধ হওয়া আটটি পাটকলের জমি, খুলনা টেক্সটাইল মিলের জমিতে এবার চাষ করা হবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের মাঠে এবার সবজি চাষ করা হবে। এ ব্যাপারে দপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে এসব জমি চাষ করা হবে।
খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান জানান, খুলনার বিভাগের অনাবাদি সব জমি চাষের আওতায় আনতে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। সার, বীজ ও কীটনাশক সরবরাহ করা হচ্ছে। সব জমি চাষের আওতায় আনার জন্য কাজ করা হচ্ছে।
খুলনা বিভাগের ১০ জেলায় পানিসংকট ও লবণাক্ততার কারণে ৯৫ হাজার ৩২৮ হেক্টর জমি অনাবাদি রয়েছে। এ জমির মধ্যে ১২ হাজার ৯৭৯ হেক্টর জমি চাষাবাদের
আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পরিত্যক্ত জমিও চাষাবাদের আওতায় আনা হচ্ছে।
খুলনা বিভাগের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে দুই অঞ্চলে ভাগ করা হয়েছে। এর মধ্যে খুলনা অঞ্চলে রয়েছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও নড়াইল। অন্যদিকে যশোর অঞ্চলে রয়েছে যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা। এই ১০ জেলায় ১২ লাখ ২২ হাজার ৫৫১ হেক্টর আবাদযোগ্য জমি রয়েছে।
এর মধ্যে খুলনা অঞ্চলে মোট চাষযোগ্য জমি ৫ লাখ ২৩ হাজার ৫৯১ হেক্টর। অনাবাদি ৯৫ হাজার ২০৩ হেক্টর। ১২ হাজার ৮৮৪ হেক্টর জমি চাষের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। অপরদিকে যশোর অঞ্চলে মোট চাষযোগ্য জমি ৬ লাখ ৯৮ হাজার ৯৬০ হেক্টর। অনাবাদি রয়েছে ১২৫ হেক্টর জমি। চাষের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে ৯৫ হেক্টর জমি।
ডুমুরিয়া উপজেলার শিবনগর এলাকার কৃষক আব্দুস সালাম বলেন, ‘লোনা পানির কারণে একসময় আমার অনেক জমি বছরের পর বছর পতিত থাকত। এখন ওই জমিগুলোতে নতুন জাতের ধান চাষ করছি।’ একই উপজেলার বরাতিয়া গ্রামের বাসিন্দা আলামিন শেখ বলেন, শোভনা, খর্ণিয়া, আটলিয়া, রুদাঘরাসহ প্রতিটি ইউনিয়নে ধান ও শাকসবজির আবাদ অনেক বেড়েছে। এ ছাড়া মৎস্য ঘেরের আইল ও বসতবাড়ির আঙিনায় বেড়েছে সিজন ও অফসিজন সবজির চাষ।
তেরখাদা উপজেলার বাসিন্দা হেমায়েত উদ্দিন বলেন, জলাবদ্ধতা থাকায় এ উপজেলায় অনেক জমি পতিত থাকত। কিন্তু এখন ডোবা বা জলাবদ্ধ বিলে ভাসমান সবজির চাষ হচ্ছে। অনেকে ডোবা-বিলে ঘের করে আইলে সবজির চাষ এবং ঘেরে মাছ ও ধান চাষ করছেন। রূপসা উপজেলার কৃষক হামিদ আলী জানান, তাঁর পাঁচ বিঘা কৃষিজমি রয়েছে। এর মধ্যে দুই বিঘা জমিতে একটি ফসল উৎপাদন করা যেত। এখন অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় সেখানে দুই-তিনবার ফসল উৎপাদন করা যাচ্ছে। ফলে তিনি লাভবান হচ্ছেন।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, লবণাক্ততা ও পানিসংকটের কারণে খুলনা অঞ্চলের জমি অনাবাদি থাকে। এ ছাড়া খুলনার বেশ কিছু সরকারি শিল্পপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ওই সব প্রতিষ্ঠানের জমি অব্যবহৃত রয়েছে।
অনেক সরকারি প্রতিষ্ঠানে ফাঁকা জমি পড়ে রয়েছে। চলতি মৌসুমে ওই সব অনাবাদি জমি চাষের আওতায় আনা হবে। তিনি বলেন, নদী এবং খালের পানি এবং বৃষ্টির পানি সংরক্ষণ করে সেচ দেওয়া হবে। ইতিমধ্যে বেশ কিছু জমি চাষের জন্য প্রস্তুত শুরু হয়েছে। খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকার চাষি সাঈদের সঙ্গে কথা হয়। তিনি জানান, পানিতে অতর্কিত লবণাক্ততা এবং পানিসংকটের কারণে তাঁর জমি অন্যান্য বছর অনাবাদি পড়ে থাকে। এবার তিনি চাষের জন্য প্রস্তুত করছেন। তিনি বলেন, কৃষি বিভাগের সহযোগিতায় তিনি জমিতে ফসল করার প্রস্তুতি নিচ্ছেন।
খুলনা মহানগরীর পাবলিক হল, খুলনার বন্ধ হওয়া আটটি পাটকলের জমি, খুলনা টেক্সটাইল মিলের জমিতে এবার চাষ করা হবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের মাঠে এবার সবজি চাষ করা হবে। এ ব্যাপারে দপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে এসব জমি চাষ করা হবে।
খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান জানান, খুলনার বিভাগের অনাবাদি সব জমি চাষের আওতায় আনতে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। সার, বীজ ও কীটনাশক সরবরাহ করা হচ্ছে। সব জমি চাষের আওতায় আনার জন্য কাজ করা হচ্ছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫