আজকের পত্রিকা ডেস্ক
নরওয়ের রাজধানী অসলোর অদূরে এক বিলাসবহুল হোটেলে তালেবান প্রতিনিধি ও পশ্চিমা কর্মকর্তাদের মধ্যে সম্প্রতি তিন দিনব্যাপী একটি বৈঠক শেষ হয়েছে। ২৩-২৫ জানুয়ারির ওই বৈঠকে তালেবানের নেতৃত্বে ছিলেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি। তালেবানের বাইরে বিশিষ্ট সাত আফগান নাগরিকের একটি প্রতিনিধি দলও এতে অংশ নেয়। আর পশ্চিমাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।
এক বিবৃতিতে নরওয়ের শরণার্থী কাউন্সিলের (এনআরসি) মহাসচিব জ্যান এগল্যান্ড বলেন, ‘তালেবানের ওপর যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের নিষেধাজ্ঞা আমাদের কার্যক্রম ব্যাহত করছে। যেসব মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো ২০ বছরে কোটি কোটি ডলার ব্যয় করেছে, এসব নিষেধাজ্ঞার কারণে সেই একই জনগোষ্ঠী দারুণ খাদ্যসংকটে পড়েছে। এ অবস্থায় দেশটিতে মানবিক বিপর্যয় ঠেকাতে পশ্চিমাদের এগিয়ে আসার বিকল্প নেই।’
একটা সেশনে শুধু তালেবান ও অ-তালেবান আফগান প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন। বৈঠক শেষে আফগানিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা অবস্থার উন্নয়নের জন্য এক সঙ্গে কাজ করার ঘোষণা দেন তাঁরা।
আলাদা এক বিবৃতিতে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পশ্চিমাদের সঙ্গে আলোচনায় বসার জন্য নরওয়ে আমাদের যে সুযোগ করে দিয়েছে, তা কিন্তু আমাদের অর্জন করে নিতে হয়েছে। আন্তর্জাতিক মহলে আমাদের গুরুত্ব আছে বলেই তাঁরা আমাদের সঙ্গে বসছেন।’
এই বৈঠক যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আফগানিস্তানে প্রত্যাবর্তনের প্রথম ধাপ বলে মনে করেন ভারতের সাবেক কূটনীতিক ও বিশ্লেষক এম কে বদরেকুমার। তিনি লিখেন, বিশ্বের মনোযোগ যখন ইউক্রেন ও চীনের শীতকালীন অলিম্পিকে আটকে আছে, তখন অনেকটা নিভৃতে ওই গুরুত্বপূর্ণ বৈঠকটি হয়ে গেল। প্রতিবেশী ইরান, পাকিস্তান, চীন এবং মধ্য এশিয়ার কোনো দেশ কিংবা নিকট প্রতিবেশী রাশিয়া এবং ভারতকে এতে রাখা হয়নি।
কারণ, তালেবানের সঙ্গে যোগাযোগের জন্য এসব দেশের প্রভাবমুক্ত একটি চ্যানেল গড়ে তুলতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। আর তা হতে যাচ্ছে এনআরসির মাধ্যমে। কারণ, এনজিওটি নিজেদের হাজার হাজার কর্মীর মাধ্যমে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করতে পারে, যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা গোয়েন্দাদের খুব বেশি প্রয়োজন।
নরওয়ের রাজধানী অসলোর অদূরে এক বিলাসবহুল হোটেলে তালেবান প্রতিনিধি ও পশ্চিমা কর্মকর্তাদের মধ্যে সম্প্রতি তিন দিনব্যাপী একটি বৈঠক শেষ হয়েছে। ২৩-২৫ জানুয়ারির ওই বৈঠকে তালেবানের নেতৃত্বে ছিলেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি। তালেবানের বাইরে বিশিষ্ট সাত আফগান নাগরিকের একটি প্রতিনিধি দলও এতে অংশ নেয়। আর পশ্চিমাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।
এক বিবৃতিতে নরওয়ের শরণার্থী কাউন্সিলের (এনআরসি) মহাসচিব জ্যান এগল্যান্ড বলেন, ‘তালেবানের ওপর যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের নিষেধাজ্ঞা আমাদের কার্যক্রম ব্যাহত করছে। যেসব মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো ২০ বছরে কোটি কোটি ডলার ব্যয় করেছে, এসব নিষেধাজ্ঞার কারণে সেই একই জনগোষ্ঠী দারুণ খাদ্যসংকটে পড়েছে। এ অবস্থায় দেশটিতে মানবিক বিপর্যয় ঠেকাতে পশ্চিমাদের এগিয়ে আসার বিকল্প নেই।’
একটা সেশনে শুধু তালেবান ও অ-তালেবান আফগান প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন। বৈঠক শেষে আফগানিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা অবস্থার উন্নয়নের জন্য এক সঙ্গে কাজ করার ঘোষণা দেন তাঁরা।
আলাদা এক বিবৃতিতে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পশ্চিমাদের সঙ্গে আলোচনায় বসার জন্য নরওয়ে আমাদের যে সুযোগ করে দিয়েছে, তা কিন্তু আমাদের অর্জন করে নিতে হয়েছে। আন্তর্জাতিক মহলে আমাদের গুরুত্ব আছে বলেই তাঁরা আমাদের সঙ্গে বসছেন।’
এই বৈঠক যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আফগানিস্তানে প্রত্যাবর্তনের প্রথম ধাপ বলে মনে করেন ভারতের সাবেক কূটনীতিক ও বিশ্লেষক এম কে বদরেকুমার। তিনি লিখেন, বিশ্বের মনোযোগ যখন ইউক্রেন ও চীনের শীতকালীন অলিম্পিকে আটকে আছে, তখন অনেকটা নিভৃতে ওই গুরুত্বপূর্ণ বৈঠকটি হয়ে গেল। প্রতিবেশী ইরান, পাকিস্তান, চীন এবং মধ্য এশিয়ার কোনো দেশ কিংবা নিকট প্রতিবেশী রাশিয়া এবং ভারতকে এতে রাখা হয়নি।
কারণ, তালেবানের সঙ্গে যোগাযোগের জন্য এসব দেশের প্রভাবমুক্ত একটি চ্যানেল গড়ে তুলতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। আর তা হতে যাচ্ছে এনআরসির মাধ্যমে। কারণ, এনজিওটি নিজেদের হাজার হাজার কর্মীর মাধ্যমে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করতে পারে, যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা গোয়েন্দাদের খুব বেশি প্রয়োজন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫