Ajker Patrika

আফগানিস্তানে যে কৌশলে ফিরে আসছে যুক্তরাষ্ট্র

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০৯: ২১
আফগানিস্তানে যে কৌশলে  ফিরে আসছে যুক্তরাষ্ট্র

নরওয়ের রাজধানী অসলোর অদূরে এক বিলাসবহুল হোটেলে তালেবান প্রতিনিধি ও পশ্চিমা কর্মকর্তাদের মধ্যে সম্প্রতি তিন দিনব্যাপী একটি বৈঠক শেষ হয়েছে। ২৩-২৫ জানুয়ারির ওই বৈঠকে তালেবানের নেতৃত্বে ছিলেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি। তালেবানের বাইরে বিশিষ্ট সাত আফগান নাগরিকের একটি প্রতিনিধি দলও এতে অংশ নেয়। আর পশ্চিমাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।

এক বিবৃতিতে নরওয়ের শরণার্থী কাউন্সিলের (এনআরসি) মহাসচিব জ্যান এগল্যান্ড বলেন, ‘তালেবানের ওপর যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের নিষেধাজ্ঞা আমাদের কার্যক্রম ব্যাহত করছে। যেসব মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো ২০ বছরে কোটি কোটি ডলার ব্যয় করেছে, এসব নিষেধাজ্ঞার কারণে সেই একই জনগোষ্ঠী দারুণ খাদ্যসংকটে পড়েছে। এ অবস্থায় দেশটিতে মানবিক বিপর্যয় ঠেকাতে পশ্চিমাদের এগিয়ে আসার বিকল্প নেই।’

একটা সেশনে শুধু তালেবান ও অ-তালেবান আফগান প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন। বৈঠক শেষে আফগানিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা অবস্থার উন্নয়নের জন্য এক সঙ্গে কাজ করার ঘোষণা দেন তাঁরা।

আলাদা এক বিবৃতিতে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পশ্চিমাদের সঙ্গে আলোচনায় বসার জন্য নরওয়ে আমাদের যে সুযোগ করে দিয়েছে, তা কিন্তু আমাদের অর্জন করে নিতে হয়েছে। আন্তর্জাতিক মহলে আমাদের গুরুত্ব আছে বলেই তাঁরা আমাদের সঙ্গে বসছেন।’

এই বৈঠক যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আফগানিস্তানে প্রত্যাবর্তনের প্রথম ধাপ বলে মনে করেন ভারতের সাবেক কূটনীতিক ও বিশ্লেষক এম কে বদরেকুমার। তিনি লিখেন, বিশ্বের মনোযোগ যখন ইউক্রেন ও চীনের শীতকালীন অলিম্পিকে আটকে আছে, তখন অনেকটা নিভৃতে ওই গুরুত্বপূর্ণ বৈঠকটি হয়ে গেল। প্রতিবেশী ইরান, পাকিস্তান, চীন এবং মধ্য এশিয়ার কোনো দেশ কিংবা নিকট প্রতিবেশী রাশিয়া এবং ভারতকে এতে রাখা হয়নি।

কারণ, তালেবানের সঙ্গে যোগাযোগের জন্য এসব দেশের প্রভাবমুক্ত একটি চ্যানেল গড়ে তুলতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। আর তা হতে যাচ্ছে এনআরসির মাধ্যমে। কারণ, এনজিওটি নিজেদের হাজার হাজার কর্মীর মাধ্যমে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করতে পারে, যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা গোয়েন্দাদের খুব বেশি প্রয়োজন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সিএমএইচে মাগুরার শিশুটির অবস্থা অপরিবর্তিত: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত