Ajker Patrika

আ.লীগের চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৬: ৪৮
আ.লীগের চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হাসান আহম্মেদ জেমস প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তিনি গতকাল বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে রোববার রাত ১১টার দিকে মথুরাপুর ইউপির উলিপুর এলাকায় হামলার ঘটনা ঘটে। অভিযোগে মথুরাপুর ইউপির স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মর্তুজা ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলামসহ চারজনকে অভিযুক্ত করা হয়েছে।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোলাম মর্তুজাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ বি এস সবুজ ও সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান নিশ্চিত করেন।

অভিযোগে আছে, রোববার রাতে নির্বাচনী প্রচার শেষে তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মথুরাপুর ইউনিয়নের উলিপুর এলাকায় পৌঁছালে তাঁর ওপর হত্যার উদ্দেশে হামলা চালানো হয়। এ সময় গোলাম মর্তুজা ও শফিকুল ইসলামসহ চারজন ব্যক্তি মোটরসাইকেল দিয়ে হাসান আহম্মেদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় জেমস রাস্তা থেকে নিচের খাদে পড়ে আহত হন।

হাসান আহম্মেদ জেমস জানান, বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকেরা গোলাম মর্তুজার নেতৃত্বে তাঁর ওপর হামলা চালিয়েছেন।

অভিযুক্ত গোলাম মর্তুজা জানান, হাসান আহম্মেদ আহত হওয়ার ঘটনা সাজিয়ে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন। তবে বহিষ্কারের বিষয়ে কোনো পত্র এখনো হাতে পাননি।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, নৌকা প্রতীকের প্রার্থীর ওপর হামলার বিষয়ে একটি অভিযোগপত্র হাতে পেয়েছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত