Ajker Patrika

রূপসায় ধানে ব্লাস্টের আক্রমণ রোগ দমনে নানা কর্মসূচি

রূপসা প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১২: ৩১
রূপসায় ধানে ব্লাস্টের আক্রমণ  রোগ দমনে নানা কর্মসূচি

রূপসার উপজেলার অনেক স্থানে বোরো ধানে ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দিয়েছে। এ নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েন। তবে আগেভাগেই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ব্লাস্ট রোগ দমনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এতে অনেক ধান ফসল ব্লাস্ট রোগের আক্রমণ থেকে রক্ষা পায়।

জানা গেছে, ধানের জন্য ব্লাস্ট একটি ছত্রাকজনিত মারাত্মক ক্ষতিকারক রোগ। ‘পাইরিকুলারিয়া ওরাইজি’ নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে। অনুকূল আবহাওয়ায় রোগটি দ্রুত বিস্তার লাভ করে এবং ব্যাপক ক্ষতি করে থাকে। রোগ প্রবণ জাতের ধানে রোগ সংক্রমণ হলে ফলনে বিপর্যয় ঘটতে পারে।

রূপসা উপজেলায় এ বছর ৫ হাজার ৭১৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে হাইব্রিড ৫ হাজার ৮৫ হেক্টর এবং ৬৩০ হেক্টর জমিতে উচ্চফলনশীল জাতের ধান চাষ হয়েছে। উচ্চফলনশীল জাতের ধানের মধ্যে বি, আর-২৬ ও ব্রিধান-২৮ জাতের বোরো ধানে ব্লাস্ট রোগ বেশি দেখা যায়। এ বছর এসব জাত ছাড়াও ব্রিধান-৬৭, ব্রিধান-৮১ জাতের বোরো ধানে ব্লাস্ট রোগের আক্রমণ দেখা গেছে।

রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো ধানে ব্লাস্ট রোগের আক্রমণ ও তা দমনের লক্ষ্যে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ধানের ব্লাস্ট রোগের আক্রমণ ও দমন সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ব্যক্তিগত ও দলীয় আলোচনা, উদ্বুদ্ধকরণ সভা, ও কৃষকদের মাঝে লিফলেট বিতরণ। এ উপজেলার আইচগাতি, শ্রীফলতলা, নৈহাটি, টি এস বাহিরদিয়া ও ঘাটভোগ এই ৫টি ইউনিয়নের ১৫টি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সঙ্গে এসব কার্যক্রম পরিচালনা করছেন।

রূপসার ঘাটভোগ ইউনিয়ন আলাইপুর গ্রামের কৃষক মো. ইসলাম সরদার, আবদুর রাজ্জাক শেখ ও মো. ইসরাইল শেখসহ আরও অনেক চাষি বলেন, আগে আমরা ধানের ব্লাস্ট রোগ কী তা চিনতাম না। এ রোগে বোরো ধানের পাতা, গিঁট ও শিষ নষ্ট হয়ে যেত। কিন্তু উপজেলা কৃষি অফিসের আলাইপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবদুর রহমানের পরামর্শে বর্তমানে আমরা নিজেরাই বোরো ধানের ব্লাস্ট রোগ শনাক্ত করে সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক ব্যবহার করে এ রোগ দমন করতে পারছি। এ ছাড়া ব্লাস্ট রোগ প্রতিরোধে আমরা আক্রমণের আগে ছত্রাকনাশক ব্যবহার করছি। এতে আমাদের ধান ফসল ব্লাস্ট রোগের আক্রমণ থেকে রক্ষা পেয়েছে।

রূপসা উপজেলা কৃষি অফিসার মো. ফরিদুজ্জামান বলেন, ব্লাস্ট ধানের ছত্রাকজনিত একটি মারাত্মক রোগ। এ রোগে আক্রান্ত হলে ধানের ফলন ব্যাপকভাবে কমে যায়। এ রোগের আক্রমণ ও তা প্রতিরোধের লক্ষ্যে এ উপজেলার ১৫টি ব্লকে ব্যক্তিগত ও গ্রুপ মিটিং, উদ্বুদ্ধকরণ সভা ও মাঠ দিবসে ব্লাস্ট রোগ নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া গ্রামে গ্রামে কৃষকদের মাঝে প্রচারপত্র বিতরণের কার্যক্রম চলছে। এর ফলে কৃষকদের মধ্যে ধানের ব্লাস্ট রোগের আক্রমণ ও তা দমন সম্পর্কে সচেতনতা সৃষ্টি হয়েছে এবং কৃষকেরা নিজেরাই এ রোগ দমনে উদ্বুদ্ধ হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত