Ajker Patrika

অবৈধ মানি এক্সচেঞ্জে সিআইডির অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ মানি এক্সচেঞ্জে সিআইডির অভিযান

অবৈধ মানি এক্সচেঞ্জ কোম্পানি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল মঙ্গলবার রাজধানীর পাঁচ স্থানে একযোগে অভিযান পরিচালনা করে সিআইডি। এ সময় ১৩ জনকে আটক করা হয়। এসব প্রতিষ্ঠান অবৈধভাবে ডলার মজুত, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

সিআইডির নজরদারিতে সারা দেশে ৭০০ এবং রাজধানীতে অবৈধ ৮৭টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান রয়েছে।

গতকাল দুপুরে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএস) হুমায়ূন কবির আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তার নেতৃত্বে রাজধানীর উত্তরা, মোহাম্মদপুর, বিমানবন্দর ও গুলশানে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এর মধ্যে উত্তরায় দুটি, মোহাম্মদপুরে একটি, বিমানবন্দরের আশকোনা এলাকায় একটি এবং গুলশানে একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান রয়েছে।

সিআইডির কর্মকর্তারা জানান, আইনবহির্ভূত কাজ করার জন্য এসব প্রতিষ্ঠানের লাইসেন্স আগেই বাতিল করা হয়েছে।

গতকাল দুপুরে শুরু হওয়া এই অভিযান চলে রাত পর্যন্ত। এসব প্রতিষ্ঠানের ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সিআইডি কার্যালয়ে নেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত