Ajker Patrika

রাহুল আনন্দের স্টুডিওতে ফ্রান্সের প্রেসিডেন্ট

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১০: ৩৯
রাহুল আনন্দের স্টুডিওতে ফ্রান্সের প্রেসিডেন্ট

দুই দিনের সফরে আজ ১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এ সফরে ‘জলের গান’-এর সংগীতশিল্পী রাহুল আনন্দের স্টুডিওতে যাওয়ার কথা রয়েছে তাঁর।

এ বিষয়ে রাহুল আনন্দ বলেন, ‘রাতে আমার ঘরে ফ্রান্সের প্রেসিডেন্টের আসার কথা। তাঁকে স্বাগত জানানোর জন্য যতটা প্রস্তুতি দরকার, আমি নিচ্ছি। তিনি যদি আমাকে কোনো গান শোনাতে বলেন, শোনাব। বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করব।’

জানা গেছে, রোববার সন্ধ্যায় ঢাকায় নেমেই সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাবেন মাখোঁ। সেখানে শিল্পকলা একাডেমির আয়োজনে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য পরিবেশন করা হবে। নৈশভোজ শেষে রাত ১০টার দিকে তিনি যাবেন রাহুলের স্টুডিওতে।

যেকোনো দেশে সফরকালে স্থানীয় সংস্কৃতি সম্পর্কে জানতে শিল্পীদের স্টুডিওতে যান মাখোঁ। এবার বাংলাদেশ সফরে তিনি যাবেন রাহুলের স্টুডিওতে। জানা গেছে, সেখানে রাহুলসহ চারজন শিল্পীর সঙ্গে বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সংস্কৃতি বিনিময় নিয়ে আলাপ করবেন তিনি। অন্য শিল্পীরা হলেন আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত