Ajker Patrika

অনিকের তিন সিনেমার ঘোষণা, শুটিং শুরু হচ্ছে চারুলতা দিয়ে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৮: ৩৬
অনিকের তিন সিনেমার ঘোষণা, শুটিং শুরু হচ্ছে চারুলতা দিয়ে

প্রথম সিনেমা নির্মাণের পর অনেক নির্মাতাই দ্বিতীয় সিনেমা শুরু করতে কিছুটা সময় নেন। সেই সময়টা নিলেন না রাইসুল ইসলাম অনিক। গত বছর ‘ইতি চিত্রা’ দিয়ে নির্মাতা হিসেবে ঢালিউডে যাত্রা শুরু করেন রাইসুল ইসলাম অনিক। প্রথম সিনেমা মুক্তির চার মাসের মধ্যেই নতুন সিনেমা বানানোর ঘোষণা দিলেন অনিক। একটি নয়, একসঙ্গে তিনটি সিনেমার ঘোষণা দিয়েছেন এই নির্মাতা। সিনেমাগুলো হলো ‘চারুলতা’, ‘ফুরিয়ে যাওয়া আলো’ ও ‘রণযোদ্ধা (নৌকমান্ড, আগস্ট ১৯৭১)’। যার শুরু হচ্ছে চারুলতা দিয়ে। চলতি মাসের মাঝামাঝি সময়েই শুরু হবে এই সিনেমার শুটিং।

নতুন তিন সিনেমা নিয়ে অনিক বলেন, ‘এমন না যে হুট করেই সিনেমাগুলোর ঘোষণা দিয়েছি। আমি এবং আমার টিম পাঁচ বছরেরও বেশি সময় ধরে অনেকগুলো সিনেমা বানানোর পরিকল্পনা করছিলাম। শতভাগ নিশ্চিত হওয়ার অপেক্ষায় ছিলাম। এবার সেটা নিশ্চিত হওয়া গেছে। এ বছরেই তিনটি সিনেমার নির্মাণ শেষ করব।’

ঢাকার নিউমার্কেটের ফুটপাতের ব্যবসায়ীদের নিয়ে চারুলতা সিনেমার গল্প। নিউমার্কেটের সঙ্গে জড়িত চার বন্ধুর গল্প দেখা যাবে এতে। অভিনয় করবেন আশনা হাবিব ভাবনা, রাকিব হোসেন ইভন, মোহাইমিন ইসলাম গল্প প্রমুখ। এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হবে গল্পের। তিনি অভিনেত্রী মনিরা মিঠুর ছেলে।

নির্মাতা অনিক বলেন, ‘নিউমার্কেট এলাকার ঘটনাগুলোই গল্পে উঠে আসবে। তাদের জীবনসংগ্রামটাই এই সিনেমার উপজীব্য। তাই নিউমার্কেট এলাকায় হবে শুটিং। সিনেমার নাম যেহেতু চারুলতা, তাই তাকে ঘিরেই এগোবে গল্প। ১৫ তারিখের পর থেকে ক্যামেরা ওপেন করার ইচ্ছা আছে।’

নতুন এই সিনেমা নিয়ে অভিনেত্রী ভাবনা বলেন, ‘গল্পটা শুনেই আমার ভালো লেগেছে। আমার চরিত্রটাও বেশ মজার। নিম্নবিত্ত পরিবারের একটা মেয়ে, যে নিউমার্কেটে চুরির দোকান নিয়ে বসে। সেই মেয়েটির জীবনের গল্প দেখানো হবে সিনেমায়।’

ইভন বলেন, ‘চারুলতার গল্পটা প্রেমের, বন্ধুত্বের ও পরিবারের। কিন্তু সব ছাপিয়ে মানুষের মানবিক, ব্যক্তিগত ও সীমাবদ্ধতার গল্প। যেখানে জীবন কখনো রঙিন, কখনো ধূসর আবার কখনো অন্ধকার।’

সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্দিন খান, মাহবুব সুমন ও অনিক। নির্মাতা জানান, আগামী কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা হচ্ছে চারুলতার। মুক্তির আগে কয়েকটি দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হবে সিনেমাটির।

চারুলতা শেষে অনিক শুরু করবেন ফুরিয়ে যাওয়া আলোর শুটিং। বছরের শেষ দিকে হাত দেবেন রণযোদ্ধা সিনেমায়। এটি নির্মিত হবে মহান মুক্তিযুদ্ধের আগস্ট মাসে নৌ কমান্ডারদের চারটি অভিযান নিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত