শাকিল আহমেদ
শাকিল আহমেদের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। এরপর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন বিভিন্ন প্রতিষ্ঠানে। সেই সঙ্গে মেটায় চাকরির জন্য ইন্টারভিউ দেন। ২০২১ সালের জুলাই মাসে মেটার লন্ডন অফিস থেকে ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ হিসেবে চাকরির প্রস্তাব পান এবং নভেম্বর মাসে মেটাতে যোগ দেন। মেটায় চাকরি পাওয়ার গল্প, নতুনদের পরামর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তিনি নিজেই।
২০২০ সালে আমাজনে ইন্টারভিউয়ের সুযোগ পেলেও চাকরিটা হয়নি। আমি হতাশ না হয়ে আমাজনের জন্য যে প্রস্তুতিটা নিয়েছিলাম, তা কাজে লাগাই এবং বিদেশের বড় বড় কোম্পানিতে ইন্টারভিউ দেওয়া শুরু করি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে জালান্দো (Zalando) এবং জুলাইয়ে মেটায় চাকরির প্রস্তাব পাই। দুইটা প্রস্তাব বিবেচনা করে আমার মেটাই ভালো লাগে। বাইরের বড় কোম্পানিগুলোর ইন্টারভিউয়ের প্রক্রিয়া প্রায় একই। আমি মেটাতে প্রস্তাব পাওয়ার আগে বড় কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিয়েছি। ফলে প্রতিটি ইন্টারভিউ থেকেই কিছু না কিছু নতুন বিষয় শিখেছি। এভাবেই সফল হওয়া সম্ভব হয়েছে।
মেটাতে চাকরির সুযোগ
মেটাতে অনেক ধরনের রোলই হায়ার করে। তবে ধারণা পাওয়ার জন্য https://www.metacareers.com/ এই সাইটের ওপেনিং জবগুলো এক্সপ্লোর করা যেতে পারে। বর্তমানে বাংলাদেশ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রডাক্ট ম্যানেজার, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, ডেটা ইঞ্জিনিয়ার, রিক্রুটার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ও সায়েন্টিস্টসহ অনেক পদেই কর্মরত আছেন।
মেটাতে চাকরির আবেদন-প্রক্রিয়া
সরাসরি জব সাইট থেকে আবেদন করা যায়, আবার বর্তমানে মেটাতে কাজ করছেন এমন কাউকেও বলা যেতে পারে রেফারেল করার জন্য। অনেক সময় রিক্রুটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেও ইন্টারভিউ ম্যানেজ করা যায়।
মেটাতে ইন্টারভিউ
কোন পদের জন্য ইন্টারভিউ দেওয়া হচ্ছে, এর ওপর নির্ভর করে ইন্টারভিউর প্রক্রিয়া আলাদা হয়। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে হায়ার হয়েছি। আমার ক্ষেত্রে প্রথমে একটা অনলাইন রাউন্ড ছিল। একজন রিক্রুটার আমার বর্তমান অভিজ্ঞতা যাচাই-বাছাই করেছিলেন। পরে আমি অনলাইনে কোডিং ইন্টারভিউ দিই। আর সর্বশেষ অনলাইন অনসাইট। আমার অনসাইটে টোটাল পাঁচটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল, যেখানে আমাকে কোডিংয়ের দক্ষতা, বড় কমপ্লেক্স সিস্টেম ডিজাইনের দক্ষতা আর কালচারালভাবেও ফিট কি না, তা প্রমাণ করতে হয়েছে।
বাংলাদেশিদের জন্য সুযোগ
বর্তমানে বাংলাদেশিরা অনেক সুযোগ পাচ্ছে এবং ভালো করছে। বর্তমানে মেটাতে বাংলাদেশি (ইন্টারনাল মেটা বাংলাদেশি গ্রুপে) প্রায় ১৯৩ জন মেম্বার হয়ে রয়েছেন। আমি ২০২১ সালের নভেম্বরে যখন জয়েন করি, তখন হয়তো ১৩০-১৪০-এর দিকে ছিল। ৫০ জনের অধিক মানুষ বিভিন্ন রোলে গত এক বছরে হায়ার হয়েছেন। সংখ্যাটা কিন্তু অনেক ভালো। বর্তমানে মেটার মতো অন্যান্য টেক জায়ান্ট কোম্পানিতেও এমনই সুযোগ পাচ্ছে।
তরুণের জন্য পরামর্শ
প্রথমে অবশ্যই ইন্টারভিউর সুযোগ পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এর জন্য নিজের সিভিটাকে আকর্ষণীয় করতে হবে। ইন্টারন্যাশনাল প্রোগ্রামিং কনটেস্ট, হ্যাকাথনে অংশগ্রহণ করার চেষ্টা থাকতে হবে। যদি কেউ ইন্টারভিউর সুযোগ পেয়ে যান, তাহলে প্রথমেই পরিষ্কার ধারণা নিতে হবে রিক্রুটারের থেকে কী ধরনের ইন্টারভিউ হবে।
একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোলে ক্যান্ডিডেটের ইন্টারভিউ প্রসেস প্রডাক্ট রোলে কারও ইন্টারভিউ প্রসেস থেকে আলাদা হবে। মক ইন্টারভিউ দেওয়া এবং সম্ভব হলে বাইরে ভালো মানের কোম্পানিতে ইন্টারভিউ দেওয়া। কারও হয়তো প্রথম ইন্টারভিউতেই জব হয়ে যায়। আবার কারও হয়তো ২০তম বারে গিয়েও হয়। তাই রেজাল্টের ব্যাপারে খুব হতাশ না হয়ে প্রসেসে ঠিক থাকা উচিত। ট্রাই অ্যান্ড প্রগ্রেস প্রসেস ফলো করতে থাকলে যার জন্য যেটা ভালো তার সঙ্গে ওটাই হবে।
ভবিষ্যৎ পরিকল্পনা
যেহেতু আমি বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি, সেহেতু আমি চাই যাতে আরও ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারি। আর অবশ্যই ভালো মানুষ হওয়ার চেষ্টাও করব। সামনের দিনগুলোতে সবার দোয়া ও ভালোবাসা নিয়ে পথ চলতে চাই।
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম
শাকিল আহমেদের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। এরপর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন বিভিন্ন প্রতিষ্ঠানে। সেই সঙ্গে মেটায় চাকরির জন্য ইন্টারভিউ দেন। ২০২১ সালের জুলাই মাসে মেটার লন্ডন অফিস থেকে ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ হিসেবে চাকরির প্রস্তাব পান এবং নভেম্বর মাসে মেটাতে যোগ দেন। মেটায় চাকরি পাওয়ার গল্প, নতুনদের পরামর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তিনি নিজেই।
২০২০ সালে আমাজনে ইন্টারভিউয়ের সুযোগ পেলেও চাকরিটা হয়নি। আমি হতাশ না হয়ে আমাজনের জন্য যে প্রস্তুতিটা নিয়েছিলাম, তা কাজে লাগাই এবং বিদেশের বড় বড় কোম্পানিতে ইন্টারভিউ দেওয়া শুরু করি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে জালান্দো (Zalando) এবং জুলাইয়ে মেটায় চাকরির প্রস্তাব পাই। দুইটা প্রস্তাব বিবেচনা করে আমার মেটাই ভালো লাগে। বাইরের বড় কোম্পানিগুলোর ইন্টারভিউয়ের প্রক্রিয়া প্রায় একই। আমি মেটাতে প্রস্তাব পাওয়ার আগে বড় কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিয়েছি। ফলে প্রতিটি ইন্টারভিউ থেকেই কিছু না কিছু নতুন বিষয় শিখেছি। এভাবেই সফল হওয়া সম্ভব হয়েছে।
মেটাতে চাকরির সুযোগ
মেটাতে অনেক ধরনের রোলই হায়ার করে। তবে ধারণা পাওয়ার জন্য https://www.metacareers.com/ এই সাইটের ওপেনিং জবগুলো এক্সপ্লোর করা যেতে পারে। বর্তমানে বাংলাদেশ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রডাক্ট ম্যানেজার, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, ডেটা ইঞ্জিনিয়ার, রিক্রুটার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ও সায়েন্টিস্টসহ অনেক পদেই কর্মরত আছেন।
মেটাতে চাকরির আবেদন-প্রক্রিয়া
সরাসরি জব সাইট থেকে আবেদন করা যায়, আবার বর্তমানে মেটাতে কাজ করছেন এমন কাউকেও বলা যেতে পারে রেফারেল করার জন্য। অনেক সময় রিক্রুটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেও ইন্টারভিউ ম্যানেজ করা যায়।
মেটাতে ইন্টারভিউ
কোন পদের জন্য ইন্টারভিউ দেওয়া হচ্ছে, এর ওপর নির্ভর করে ইন্টারভিউর প্রক্রিয়া আলাদা হয়। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে হায়ার হয়েছি। আমার ক্ষেত্রে প্রথমে একটা অনলাইন রাউন্ড ছিল। একজন রিক্রুটার আমার বর্তমান অভিজ্ঞতা যাচাই-বাছাই করেছিলেন। পরে আমি অনলাইনে কোডিং ইন্টারভিউ দিই। আর সর্বশেষ অনলাইন অনসাইট। আমার অনসাইটে টোটাল পাঁচটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল, যেখানে আমাকে কোডিংয়ের দক্ষতা, বড় কমপ্লেক্স সিস্টেম ডিজাইনের দক্ষতা আর কালচারালভাবেও ফিট কি না, তা প্রমাণ করতে হয়েছে।
বাংলাদেশিদের জন্য সুযোগ
বর্তমানে বাংলাদেশিরা অনেক সুযোগ পাচ্ছে এবং ভালো করছে। বর্তমানে মেটাতে বাংলাদেশি (ইন্টারনাল মেটা বাংলাদেশি গ্রুপে) প্রায় ১৯৩ জন মেম্বার হয়ে রয়েছেন। আমি ২০২১ সালের নভেম্বরে যখন জয়েন করি, তখন হয়তো ১৩০-১৪০-এর দিকে ছিল। ৫০ জনের অধিক মানুষ বিভিন্ন রোলে গত এক বছরে হায়ার হয়েছেন। সংখ্যাটা কিন্তু অনেক ভালো। বর্তমানে মেটার মতো অন্যান্য টেক জায়ান্ট কোম্পানিতেও এমনই সুযোগ পাচ্ছে।
তরুণের জন্য পরামর্শ
প্রথমে অবশ্যই ইন্টারভিউর সুযোগ পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এর জন্য নিজের সিভিটাকে আকর্ষণীয় করতে হবে। ইন্টারন্যাশনাল প্রোগ্রামিং কনটেস্ট, হ্যাকাথনে অংশগ্রহণ করার চেষ্টা থাকতে হবে। যদি কেউ ইন্টারভিউর সুযোগ পেয়ে যান, তাহলে প্রথমেই পরিষ্কার ধারণা নিতে হবে রিক্রুটারের থেকে কী ধরনের ইন্টারভিউ হবে।
একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোলে ক্যান্ডিডেটের ইন্টারভিউ প্রসেস প্রডাক্ট রোলে কারও ইন্টারভিউ প্রসেস থেকে আলাদা হবে। মক ইন্টারভিউ দেওয়া এবং সম্ভব হলে বাইরে ভালো মানের কোম্পানিতে ইন্টারভিউ দেওয়া। কারও হয়তো প্রথম ইন্টারভিউতেই জব হয়ে যায়। আবার কারও হয়তো ২০তম বারে গিয়েও হয়। তাই রেজাল্টের ব্যাপারে খুব হতাশ না হয়ে প্রসেসে ঠিক থাকা উচিত। ট্রাই অ্যান্ড প্রগ্রেস প্রসেস ফলো করতে থাকলে যার জন্য যেটা ভালো তার সঙ্গে ওটাই হবে।
ভবিষ্যৎ পরিকল্পনা
যেহেতু আমি বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি, সেহেতু আমি চাই যাতে আরও ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারি। আর অবশ্যই ভালো মানুষ হওয়ার চেষ্টাও করব। সামনের দিনগুলোতে সবার দোয়া ও ভালোবাসা নিয়ে পথ চলতে চাই।
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪