Ajker Patrika

প্রাণের মাঝে আয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৩: ১৪
প্রাণের মাঝে আয়

বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর ছেড়েছেন তিন বছর। কেউ হয়েছেন সরকারি কর্মকর্তা, কেউ পাড়ি জমিয়েছেন বিদেশে, কেউবা এখনো ঘুরছেন চাকরির সন্ধানে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে একত্র হয়েছিলেন তাঁরা। ’৯৩ ব্যাচের শিক্ষার্থীরা ‘পালাবদল ৯৩’ নামে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম সম্মিলিত র‍্যাগ ডেও আয়োজন করেছিলেন। তার পর থেকে প্রতিবছরের ২ জানুয়ারি পালাবদল সিগনেচার ডে উদ্‌যাপন করেন।

গত রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই আয়োজনে মুখর ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)। বারবিকিউ, নাচ-গান, আড্ডা আর স্মৃতি রোমন্থনে ক্যাম্পাসের পুরোনো দিনগুলো ফিরিয়ে আনেন। সেই গণরুম, বটতলা, মধুর ক্যানটিন আর কার্জন হলের শত গল্পে মোড়ানো দিনগুলো যেন এক সন্ধ্যার ফ্রেমে বাঁধার প্রয়াস।

স্মৃতি রোমন্থন করে ’৯৩ ব্যাচের শিক্ষার্থী মৌসুমী ঘোষ বলেন, ‘কত দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হলো। সবাইকে একসঙ্গে দেখে মনেই হচ্ছে না, আমরা প্রাক্তন শিক্ষার্থী।’

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল লোকগানের দল আপন ঘর ও কৃষ্ণপক্ষ। এ ছাড়া ছিল জনপ্রিয় ব্যান্ড দল দ্য প্রিজনার্স। শিল্পীদের সঙ্গে গলা মেলান সবাই—পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়/ আবার দেখা যদি হল সখা, প্রাণের মাঝে আয়।

আয়োজকদের একজন আবির রায়হান বলেন, আমরা চেষ্টা করছি যত ব্যস্ততাই থাকুক বছরে একটা দিন যেন বন্ধুরা একত্রিত হতে পারি। আমাদের বয়স যতই বাড়ুক না কেন, ক্যাম্পাসে আমরা চির তরুণ থাকতে চাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত