Ajker Patrika

দেশের এগিয়ে যাওয়া অনেকের পছন্দ হয়নি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের এগিয়ে যাওয়া অনেকের পছন্দ হয়নি

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই এগিয়ে যাওয়া অনেকের পছন্দ হয়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার রাজধানীর কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের শেখ রাসেল মিলনায়তনে মহান বিজয় দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ চলচ্চিত্র ও  টেলিভিশন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তৃতা করে বলেছেন, ৫০ বছরেও দেশ এগোয়নি। অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমি প্রশ্ন রাখতে চাই—স্বাধীনতা অর্জনের পর মাথাপিছু আয় ১০০ ডলারের নিচে ছিল। ১৩ বছর আগেও ২০০৯ সালের শুরুতে মাথাপিছু আয় ছিল ৬০০ ডলার। আজ সেটি ২ হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে। মাথাপিছু আয় চার গুণের বেশি। দারিদ্র্যসীমার নিচে মানুষের হার ছিল ৪১ শতাংশ। সেটি আজ ২০ শতাংশের নিচে নেমে এসেছে। এগুলো তারা দেখেও দেখতে পায় না।’

বিএনপির বিজয় র‍্যালির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তারা আমাদের মহান বিজয় দিবসে র‍্যালি করেছে। সেই র‍্যালিতে তারা মিথ্যাচার করেছে। বাস্তব সত্য, ধ্রুব সত্যকে কোনো রাজনৈতিক নেতা বা দল অস্বীকার করলে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়। সিলেটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিএনপির নেতারা চেয়ার ছোড়াছুড়ি করল। যারা চেয়ারে বসা নিয়ে মারামারি করে, চেয়ার ছোড়াছুড়ি করে; তারা দেশের চেয়ারে বসলে যে কী করবে! সেটা সহজেই বোঝা যায়।’

আওয়ামী লীগ সমালোচনা সমাদৃত করার মানসিকতা পোষণ করে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের রাজনীতি এমন হওয়া উচিত—যেখানে সমালোচনা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে; কিন্তু প্রতিহিংসা থাকবে না। অবশ্যই সরকারের সমালোচনা থাকবে। সেটি হতে হবে বস্তুনিষ্ঠ। কিন্তু দলকানা ও বধিরের মতো সমালোচনা নয়। তাহলেই আমরা সবাই মিলে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত