সম্পাদকীয়
সত্যজিৎ রায়কে একজন অসাধারণ অভিনেতা বলে মনে করতেন রবি ঘোষ। সত্যজিৎ রায়ের ‘বাঘা বাইন’ কিন্তু শুধু বাঘা হয়েই সত্যজিতের সঙ্গে থাকেননি। আরও কয়েকটি ছবিতে করেছেন অভিনয়। সেই ১৯৫২-৫৩ সালের দিকে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউর কফি হাউসে যখন আড্ডা হতো, তখন লর্ডস আর কমনসেও চলত আড্ডা। সেই সময় এই লর্ডসেই সত্যজিৎ রায়কে প্রথম দেখেছিলেন রবি ঘোষ। সে সময় ‘মি. রয়’ একজন কমার্শিয়াল আর্টিস্ট মাত্র। এরপরই তো ‘পথের পাঁচালী’। এরপরই তো নামধাম।
ষাটের দশকে মঞ্চে ‘অঙ্গার’ নাটকটি দেখতে এসেছিলেন সত্যজিৎ রায়। প্রশংসা করেছিলেন। রবি ঘোষ তখন মঞ্চে অভিনয় করেন। তবে দিনে দিনে সেই সুযোগ কমতে লাগল। দলের সঙ্গে সম্পর্কও ছিন্ন করলেন রবি। এ রকম এক সময় শুনলেন সত্যজিৎ রায় তাঁকে খুঁজছেন। জীবনে এই প্রথম সত্যজিতের সঙ্গে সামনাসামনি কথা হলো রবি ঘোষের। সত্যজিৎ তখন রবির মানিকদা। মানিকদা বললেন, ‘তোমাকে একটা পার্ট করতে হবে। মোটরগাড়ির ক্লিনার। করবে তো?’
করবে মানে! রবি তো তখন আনন্দে সপ্তম আসমানে! কী করতে হবে, তা যেভাবে অভিনয় করে বুঝিয়ে দিতেন সত্যজিৎ যে নতুন করে কিছু ভাবতে হতো না অভিনয়শিল্পীকে—ইমপ্রোভাইজটুকু করা ছাড়া। যতক্ষণ ফ্রেম নষ্ট না হচ্ছে, ততক্ষণ অভিনয়শিল্পীকে সেই সুযোগ দিতেন সত্যজিৎ।
‘অভিযান’ সিনেমার একটি দৃশ্যে ওয়াহিদা রহমানের সঙ্গে হেঁটে যাচ্ছেন রবি। তাঁর হাতে একটি খেলনা। এই শটে শুধু হেঁটে যাওয়ারই নির্দেশ ছিল। কিন্তু শটের মধ্যে রবি দেখতে পেলেন একটা মোষ শুয়ে আছে মাটিতে। তিনি একটা লাফ দিয়ে মোষটাকে টপকে চলে গেলেন। মোষটাও দাঁড়িয়ে গেল। রবি ভয় পেলেন—বোধ হয় শটটা নষ্ট করে ফেলেছেন। কিন্তু অভয় পেলেন স্বয়ং সত্যজিতের কাছ
থেকে, ‘ফাইন!’ অর্থাৎ বাড়তি এই কাণ্ডটাকে মেনে নিলেন পরিচালক।
সূত্র: রবি ঘোষ, আপনমনে, সম্পাদনা: অভীক চট্ট্যোপাধ্যায়
সত্যজিৎ রায়কে একজন অসাধারণ অভিনেতা বলে মনে করতেন রবি ঘোষ। সত্যজিৎ রায়ের ‘বাঘা বাইন’ কিন্তু শুধু বাঘা হয়েই সত্যজিতের সঙ্গে থাকেননি। আরও কয়েকটি ছবিতে করেছেন অভিনয়। সেই ১৯৫২-৫৩ সালের দিকে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউর কফি হাউসে যখন আড্ডা হতো, তখন লর্ডস আর কমনসেও চলত আড্ডা। সেই সময় এই লর্ডসেই সত্যজিৎ রায়কে প্রথম দেখেছিলেন রবি ঘোষ। সে সময় ‘মি. রয়’ একজন কমার্শিয়াল আর্টিস্ট মাত্র। এরপরই তো ‘পথের পাঁচালী’। এরপরই তো নামধাম।
ষাটের দশকে মঞ্চে ‘অঙ্গার’ নাটকটি দেখতে এসেছিলেন সত্যজিৎ রায়। প্রশংসা করেছিলেন। রবি ঘোষ তখন মঞ্চে অভিনয় করেন। তবে দিনে দিনে সেই সুযোগ কমতে লাগল। দলের সঙ্গে সম্পর্কও ছিন্ন করলেন রবি। এ রকম এক সময় শুনলেন সত্যজিৎ রায় তাঁকে খুঁজছেন। জীবনে এই প্রথম সত্যজিতের সঙ্গে সামনাসামনি কথা হলো রবি ঘোষের। সত্যজিৎ তখন রবির মানিকদা। মানিকদা বললেন, ‘তোমাকে একটা পার্ট করতে হবে। মোটরগাড়ির ক্লিনার। করবে তো?’
করবে মানে! রবি তো তখন আনন্দে সপ্তম আসমানে! কী করতে হবে, তা যেভাবে অভিনয় করে বুঝিয়ে দিতেন সত্যজিৎ যে নতুন করে কিছু ভাবতে হতো না অভিনয়শিল্পীকে—ইমপ্রোভাইজটুকু করা ছাড়া। যতক্ষণ ফ্রেম নষ্ট না হচ্ছে, ততক্ষণ অভিনয়শিল্পীকে সেই সুযোগ দিতেন সত্যজিৎ।
‘অভিযান’ সিনেমার একটি দৃশ্যে ওয়াহিদা রহমানের সঙ্গে হেঁটে যাচ্ছেন রবি। তাঁর হাতে একটি খেলনা। এই শটে শুধু হেঁটে যাওয়ারই নির্দেশ ছিল। কিন্তু শটের মধ্যে রবি দেখতে পেলেন একটা মোষ শুয়ে আছে মাটিতে। তিনি একটা লাফ দিয়ে মোষটাকে টপকে চলে গেলেন। মোষটাও দাঁড়িয়ে গেল। রবি ভয় পেলেন—বোধ হয় শটটা নষ্ট করে ফেলেছেন। কিন্তু অভয় পেলেন স্বয়ং সত্যজিতের কাছ
থেকে, ‘ফাইন!’ অর্থাৎ বাড়তি এই কাণ্ডটাকে মেনে নিলেন পরিচালক।
সূত্র: রবি ঘোষ, আপনমনে, সম্পাদনা: অভীক চট্ট্যোপাধ্যায়
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫