Ajker Patrika

ডাচরাই সাজালো সেমির সূচি

ডাচরাই সাজালো সেমির সূচি

নামিবিয়ার কাছে শ্রীলঙ্কার হারে অঘটনে শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২। গতকাল হয়ে গেল চলতি বিশ্বকাপের শেষ অঘটনটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩ রানে জয় পেয়েছে ডাচরা।

সুপার টুয়েলভে গ্রুপ-২-এর জয়-পরাজয় ছিল ছন্দের মতো। সুপার টুয়েলভের সেই শেষ দিন ছন্দের পতন ঘটিয়ে নাটকে রূপ দিল নেদারল্যান্ডস। অ্যাডিলেডকে সাক্ষী রেখে গতকাল দক্ষিণ আফ্রিকা-বধের গল্প লিখল ডাচরা। সেমিফাইনালের সূচিটা যেন সাজিয়ে দিল স্কট এডওয়ার্ডসরা।

সুপার টুয়েলভের শেষ দিন মাঠে নামে গ্রুপ-২-এর সব দল। দক্ষিণ আফ্রিকার সমীকরণ ছিল আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডসকে স্রেফ হারানো। কিন্তু দলটির কাছেই উল্টো মরণ কামড় খেল টেম্বা বাভুমারা। যেন ‘চোকার্স’ পরিচয়ে থাকতেই পছন্দ করল দক্ষিণ আফ্রিকা।

 ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ছিল প্রোটিয়ারা। দলটির হারের পর নাটকীয়তা তৈরি হয় পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে। দুই দলেরই ছিল সমান ৪ পয়েন্ট করে। অথচ প্রোটিয়ারা জিতলেই দল দুটির সেমির আশা শেষ হয়ে যেত। কিন্তু বাংলাদেশকে হারিয়ে নাটকীয়ভাবে সেমিফাইনালে উঠে গেল পাকিস্তান।

বাবর আজমদেরও প্রয়োজন হতো না নাট্যমঞ্চে অভিনয়ের। যদি ভারতের পর জিম্বাবুয়ের বিপক্ষে না হারত। শেষ তিন ম্যাচে জিতে কঠিন কাজটি করল পাকিস্তান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত