Ajker Patrika

দাম না বাড়িয়ে ভর্তুকি দেওয়ার সক্ষমতা আছে সরকারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৩: ০৪
দাম না বাড়িয়ে ভর্তুকি দেওয়ার সক্ষমতা আছে সরকারের

করোনার এই সংকটাপন্ন সময়ে জনগণকে প্রণোদনা দিয়ে সরকার যেখানে পাশে থাকার কথা, সেখানে জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনসাধারণকে আরেক দফা সংকটে ফেলেছে। ৬ লাখ কোটি টাকার জাতীয় বাজেটে জ্বালানি খাতে দাম না বাড়িয়েও বছরে ৬ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার সক্ষমতা সরকারের রয়েছে বলে দাবি করেন বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনার বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টারত নিম্নবিত্ত ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর জীবন-জীবিকা সচল রাখার স্বার্থে অযৌক্তিকভাবে বাড়ানো জ্বালানি তেলের দাম ও পরিবহন ধর্মঘট প্রত্যাহার করতে হবে।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, বৈশ্বিক মহামারি করোনা সংকটে লকডাউনসহ নানা কারণে দেশের ৭৭ শতাংশ মানুষের আয় কমেছে। ফলে ৩ কোটি ২৪ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে বলে এক সমীক্ষায় উঠে এসেছে। এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা, ঠিক তখনই জ্বালানি তেলের দাম এক লাফে ২৩ শতাংশ বৃদ্ধি অযৌক্তিক। এর ফলে মানুষের যাতায়াত, পণ্য পরিবহন, খাদ্যপণ্য, কৃষিজ উৎপাদনসহ সামগ্রিক ব্যয় আরও কয়েক গুণ বেড়ে যাবে। পণ্য ও সেবামূল্য আরও একদফা বৃদ্ধির ফলে চরমভাবে মুদ্রাস্ফীতি বাড়বে। এতে নতুন করে কয়েক কোটি মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে পড়ার শঙ্কা রয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকায় সরকার গত ছয় বছরে উচ্চহারে তেল বিক্রি করে প্রায় ৬৩ হাজার কোটি টাকার বেশি আয় করেছে। মাত্র পাঁচ মাস ধরে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে দেশের মানুষের এই কঠিন দুঃসময়ে এক লাফে ২৩ শতাংশ তেলের মূল্যবৃদ্ধি আত্মঘাতী সিদ্ধান্ত বলে দাবি করে যাত্রীকল্যাণ সমিতি।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, করোনা সংকটাপন্ন জনগণকে প্রণোদনা দিয়ে সরকার যেখানে জনগণের পাশে থাকার কথা, সেখানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মধ্য দিয়ে জনসাধারণকে আরেক দফা সংকটে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য শরীফুজ্জামান শরীফ, সহসভাপতি তাওহীদুল হক লিটন, যুগ্ম মহাসচিব এম মনিরুল হক, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত