Ajker Patrika

মেলা দুই দিন বাড়ানোর দাবি প্রকাশকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮: ৪৪
মেলা দুই দিন বাড়ানোর দাবি প্রকাশকদের

অধিবর্ষ হওয়ায় এবার ফেব্রুয়ারি মাসে এমনিতে দিন একটি বেশি আছে। তাই অমর একুশে বইমেলাও হবে ২৯ দিন। এরপর আরও দুই দিন মেলা বাড়াতে চান প্রকাশকেরা। তাঁদের দাবি, মেলার প্রস্তুতি ও বৃষ্টির কারণে প্রথম দিকে প্রকাশকেরা যথাযথভাবে বিক্রি শুরু করতে পারেননি। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হওয়ায় পরের দুই দিন শুক্র ও শনিবার। ছুটির মধ্যে দুটি দিন বাড়াতে পারলে বাড়তে পারে বই বিক্রি।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি শ্যামল পাল স্বাক্ষরিত একটি চিঠি গত শনিবার বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর দেওয়া হয়েছে। এই চিঠির বিষয়ে সমিতির সহসভাপতি শ্যামল পাল গতকাল রোববার গণমাধ্যমকে বলেন, ‘শুরুর পর প্রথম তিন দিন মেলাপ্রাঙ্গণের প্রস্তুতি ও বৃষ্টির কারণে মেলায় অংশ নেওয়া প্রকাশকেরা যথাযথভাবে বিক্রি শুরু করতে পারেননি। সে কারণে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। আগামী ১ ও ২ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় দুই দিন অমর একুশে বইমেলার সময় বৃদ্ধির অনুরোধ জানিয়েছি।’

এ প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। চিঠিটি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 
আর বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব কে এম মুজাহিদুল ইসলাম বলেন, ‘গণপূর্ত বিভাগ মাঠের সংস্কার কার্যক্রমের জন্য ১ মার্চের আগে মেলার মাঠ ছেড়ে দিতে বলেছে। তা ছাড়া বইমেলার বিষয়ে ডিএমপিরও কিছু নির্দেশনা রয়েছে। বইমেলার সময় বৃদ্ধির বিষয়টি বইমেলার একক সিদ্ধান্ত নয়। প্রকাশকেরা আবেদন জানিয়েছেন। চিঠিটি আমাদের হাতে এসেছে। সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠাব। কোনো সিদ্ধান্ত হলে সেটি মন্ত্রণালয় থেকেই হবে।’

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উপদেষ্টা ও আগামী প্রকাশনীর কর্ণধার ওসমান গণি বলেন, ‘মেলার প্রস্তুতি দেরি হওয়ায় এবং বৃষ্টির কারণে মেলায় অনেক প্রকাশক ভালোভাবে বই বিক্রি করতে পারেননি। দুই দিন বাড়লে মেলায় দর্শনার্থী আসার সুযোগ মিলবে।’

এদিকে গত দিনগুলোর তুলনায় গতকাল মেলায় বই কম এসেছে। বাংলা একাডেমির তথ্য অনুযায়ী নতুন বই এসেছে ৮৩টি। এগুলোর মধ্যে রয়েছে অনন্যা প্রকাশন থেকে শিল্পী হাশেম খানের গল্পের বই ‘চিত্রকরের সুভা’, সময় প্রকাশনী থেকে সাঈদা কামালের ‘কবি সুফিয়া কামালের হাতের রান্না’, আগামী প্রকাশনী থেকে সৈয়দ আবুল মকসুদের ‘বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ’, ঐতিহ্য থেকে আব্দুল মান্নান সৈয়দ সম্পাদিত ‘সাবদার সিদ্দিকি কবিতা সংগ্রহ’।

আইএসবিএন সমস্যা, গাইড বই বিক্রিসহ নানা অনিয়মের কারণে ১২টি প্রকাশনীকে সতর্ক করা হয়েছে মেলায়। গতকাল দুপুরে মেলা পরিচালনা কমিটির একটি সভা হয়। সেখান থেকে জানা গেছে, আরও নতুন সাতটি প্রকাশনীকে সতর্ক করা হয়েছে। এ ব্যাপারে মুজাহিদুল ইসলাম বলেন, এখন তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। বইমেলার পরে তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত