Ajker Patrika

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৬
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলার হাতিয়া ইউনিয়নে প্রচারে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে একজন চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। জাতীয় পার্টি (জাপা) মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পোস্টারে আচরণবিধি লঙ্ঘন করে দলের প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছবি ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ওই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী।

অভিযোগ সূত্রে জানা গেছে, হাতিয়া ইউপিতে জাপা মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান বি এম আবুল হোসেন। তিনি প্রতীক পাওয়ার পর থেকেই আচরণবিধি লঙ্ঘন করে দলের বর্তমান প্রধানের ছবি ছাড়াও প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটিয়েছেন। গত রোববার এ বিষয়ে নৌকার প্রার্থী শায়খুল ইসলাম নয়া দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

হাতিয়া ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘ইতি মধ্যে লাঙল প্রতীকের প্রার্থীকে ব্যানার ও পোস্টার অপসারণ করতে বলা হয়েছে।’

হাতিয়া ইউনিয়নে লাঙলের প্রার্থী বি এম আবুল বলেন, ‘ব্যানার ও পোস্টারগুলো আমার কর্মী-সমর্থকেরা করেছেন। রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা মোতাবেক সেগুলো সরিয়ে ফেলেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত