মোহাম্মদ উজ্জ্বল, মহম্মদপুর (মাগুরা)
আব্দুর রশীদ যশোরী ২০০১ সালে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার হিসেবে স্বর্ণপদক গ্রহণ করেন। শিক্ষকতার পাশাপাশি আব্দুর রশীদ কথাসাহিত্যিকও। ৫০টির বেশি প্রকাশিত গ্রন্থ রয়েছে তাঁর। একসময় করতেন সাংবাদিকতা। সাহিত্য ও সংবাদপত্র সম্পাদনার কাজও করেছেন।
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের বাসিন্দা এই গুণী মানুষটি ভালো নেই। পক্ষাঘাতগ্রস্ত হয়ে ৯ বছরের বেশি সময় তিনি বাকরুদ্ধ। চলাচলে অক্ষম আব্দুর রশীদের অনেকটা নিঃসঙ্গ অবস্থায় দিন কাটছে। স্ত্রী সেলিনা বেগম তাঁর একমাত্র অবলম্বন।
জানা গেছে, ২০১২ সালের ২৭ অক্টোবর স্ট্রোকজনিত কারণে শরীরের ডানপাশ প্যারালাইজড হয়ে যায় আব্দুর রশীদের। তখন থেকে তিনি চলাচলে অক্ষম এবং হারিয়েছেন বাক। এরপর থেকে নিজ বাড়িতে অবস্থান করছেন। লেখার হাত অচল হয়ে যাওয়ায় তিনি লিখতে পারেন না। লিখতে না পারার কষ্ট তাঁকে প্রতিনিয়ত পীড়া দেয়।
আব্দুর রশীদ ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকে লেখালেখিতে ঝুঁকে পড়েন তিনি। মহম্মদপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মধুমতী নামের একটি পত্রিকা সম্পাদনা করেছেন। ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আব্দুর রশীদ। ২০০১ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হন। তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে স্বর্ণপদক লাভ করেন।
আব্দুর রশীদের স্ত্রী সেলিনা বেগম জানান, তাঁর স্বামী শিক্ষক, সাহিত্যিক ও সাংবাদিক ছিলেন। তাঁর খোঁজ এখন আর কেউ নেন না। তিনি কথা বলেতে পারেন না। খুবই কষ্টে আছেন। স্বামীর উন্নত চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা চান সেলিনা।
আব্দুর রশীদের ভাই মো. বাদশা মিয়া জানান, তাঁর ভাই খুব কষ্টে আছেন। দেশসেরা শিক্ষক তিনি। অর্থের অভাবে তাঁর উন্নত চিকিৎসা হচ্ছে না। এ বিষয়ে তিনি সবার সুদৃষ্টি কামনা করেন।
মহম্মদপুরের বিশিষ্ট সমাজসেবক জিয়াউল হক বাচ্চু বলেন, ‘আব্দুর রশীদ সমাজকে অনেক দিয়েছেন। এবার তাঁর জন্য আমাদের দেওয়ার পালা। তাঁর হাতে গড়া শিক্ষার্থীরা দেশ-বিদেশে অবদান রাখছেন। তিনি আজ খুবই অসুস্থ, বাকরুদ্ধ। তাঁর উন্নত চিকিৎসা খুবই দরকার।’
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল জানান, আব্দুর রশীদ যশোরীর এ অবস্থা জেনে তিনি ব্যথিত। খোঁজ নিয়ে তাঁকে সব ধরনের সহায়তা করবেন।
আব্দুর রশীদ যশোরী ২০০১ সালে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার হিসেবে স্বর্ণপদক গ্রহণ করেন। শিক্ষকতার পাশাপাশি আব্দুর রশীদ কথাসাহিত্যিকও। ৫০টির বেশি প্রকাশিত গ্রন্থ রয়েছে তাঁর। একসময় করতেন সাংবাদিকতা। সাহিত্য ও সংবাদপত্র সম্পাদনার কাজও করেছেন।
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের বাসিন্দা এই গুণী মানুষটি ভালো নেই। পক্ষাঘাতগ্রস্ত হয়ে ৯ বছরের বেশি সময় তিনি বাকরুদ্ধ। চলাচলে অক্ষম আব্দুর রশীদের অনেকটা নিঃসঙ্গ অবস্থায় দিন কাটছে। স্ত্রী সেলিনা বেগম তাঁর একমাত্র অবলম্বন।
জানা গেছে, ২০১২ সালের ২৭ অক্টোবর স্ট্রোকজনিত কারণে শরীরের ডানপাশ প্যারালাইজড হয়ে যায় আব্দুর রশীদের। তখন থেকে তিনি চলাচলে অক্ষম এবং হারিয়েছেন বাক। এরপর থেকে নিজ বাড়িতে অবস্থান করছেন। লেখার হাত অচল হয়ে যাওয়ায় তিনি লিখতে পারেন না। লিখতে না পারার কষ্ট তাঁকে প্রতিনিয়ত পীড়া দেয়।
আব্দুর রশীদ ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকে লেখালেখিতে ঝুঁকে পড়েন তিনি। মহম্মদপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মধুমতী নামের একটি পত্রিকা সম্পাদনা করেছেন। ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আব্দুর রশীদ। ২০০১ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হন। তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে স্বর্ণপদক লাভ করেন।
আব্দুর রশীদের স্ত্রী সেলিনা বেগম জানান, তাঁর স্বামী শিক্ষক, সাহিত্যিক ও সাংবাদিক ছিলেন। তাঁর খোঁজ এখন আর কেউ নেন না। তিনি কথা বলেতে পারেন না। খুবই কষ্টে আছেন। স্বামীর উন্নত চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা চান সেলিনা।
আব্দুর রশীদের ভাই মো. বাদশা মিয়া জানান, তাঁর ভাই খুব কষ্টে আছেন। দেশসেরা শিক্ষক তিনি। অর্থের অভাবে তাঁর উন্নত চিকিৎসা হচ্ছে না। এ বিষয়ে তিনি সবার সুদৃষ্টি কামনা করেন।
মহম্মদপুরের বিশিষ্ট সমাজসেবক জিয়াউল হক বাচ্চু বলেন, ‘আব্দুর রশীদ সমাজকে অনেক দিয়েছেন। এবার তাঁর জন্য আমাদের দেওয়ার পালা। তাঁর হাতে গড়া শিক্ষার্থীরা দেশ-বিদেশে অবদান রাখছেন। তিনি আজ খুবই অসুস্থ, বাকরুদ্ধ। তাঁর উন্নত চিকিৎসা খুবই দরকার।’
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল জানান, আব্দুর রশীদ যশোরীর এ অবস্থা জেনে তিনি ব্যথিত। খোঁজ নিয়ে তাঁকে সব ধরনের সহায়তা করবেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪