রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
গভীর রাত। ঘুমে বাড়ির সবাই। হঠাৎ আগুন লাগে বাড়িতে। একপর্যায়ে তা ছড়িয়ে পড়ে বসতঘরে। প্রাণ বাঁচাতে সবাই দ্রুত বেরিয়ে আসেন ঘরের বাইরে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই পুড়ে গেছে ঘরের সবকিছু। এর মধ্যে ছিল নাছিমার চলমান এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রও। রক্ষা পায়নি সম্মান প্রথম বর্ষের ছাত্রী বড় বোন আছিয়ার পরীক্ষার প্রবেশপত্রসহ দুই বোনের সব সনদ।
মাদারীপুরের রাজৈর উপজেলায় বাড়ি এই দুই বোনের। পরীক্ষার প্রবেশপত্র পুড়ে যাওয়ায় তাদের বড় দুশ্চিন্তা–পরীক্ষা কীভাবে দেবেন?
জানা গেছে, সোমবার রাত দেড়টার দিকে উপজেলার ইশিবপুরের সোনাপাড়া গ্রামের তারক শেখের বাড়িতে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে বসতঘরে। তাঁদের চিৎকারে স্থানীয়রা এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে চারটি বসতঘরসহ ঘরে থাকা দলিলপত্র, ১ লাখ টাকা, পাসপোর্ট, দেড় শ মণ ধান, চাল, দেড় শ মণ পাট, ৪ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ পুড়ে ছাই হয়ে যায়। সঙ্গে পুড়ে যায় এইচএসসি পরীক্ষার্থী নাছিমা আক্তার ও অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী আছিয়া আক্তারের প্রবেশপত্র, সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র।
ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থী নাছিমা আক্তার বলেন, ‘আমি একজন পরীক্ষার্থী। আমার প্রবেশপত্র পুড়ে গেছে, আমি এখন কীভাবে পরীক্ষা দেব?’
রাজৈর ফায়ার সার্ভিসের টিম লিডার সালাউদ্দিন লস্কর বলেন, ‘ফোন করে সংবাদ দিলে ইশিবপুর পর্যন্ত যাই, পরে আবার একই ফোন নম্বর থেকে ফোন করে বলে, আগুন নিভে গেছে, তখন ফিরে আসি।’
ইউএনও মো. আনিসুজ্জামান বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়েছি, ক্ষতিগ্রস্তদের কিছু সহায়তা দেওয়া হবে।
গভীর রাত। ঘুমে বাড়ির সবাই। হঠাৎ আগুন লাগে বাড়িতে। একপর্যায়ে তা ছড়িয়ে পড়ে বসতঘরে। প্রাণ বাঁচাতে সবাই দ্রুত বেরিয়ে আসেন ঘরের বাইরে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই পুড়ে গেছে ঘরের সবকিছু। এর মধ্যে ছিল নাছিমার চলমান এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রও। রক্ষা পায়নি সম্মান প্রথম বর্ষের ছাত্রী বড় বোন আছিয়ার পরীক্ষার প্রবেশপত্রসহ দুই বোনের সব সনদ।
মাদারীপুরের রাজৈর উপজেলায় বাড়ি এই দুই বোনের। পরীক্ষার প্রবেশপত্র পুড়ে যাওয়ায় তাদের বড় দুশ্চিন্তা–পরীক্ষা কীভাবে দেবেন?
জানা গেছে, সোমবার রাত দেড়টার দিকে উপজেলার ইশিবপুরের সোনাপাড়া গ্রামের তারক শেখের বাড়িতে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে বসতঘরে। তাঁদের চিৎকারে স্থানীয়রা এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে চারটি বসতঘরসহ ঘরে থাকা দলিলপত্র, ১ লাখ টাকা, পাসপোর্ট, দেড় শ মণ ধান, চাল, দেড় শ মণ পাট, ৪ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ পুড়ে ছাই হয়ে যায়। সঙ্গে পুড়ে যায় এইচএসসি পরীক্ষার্থী নাছিমা আক্তার ও অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী আছিয়া আক্তারের প্রবেশপত্র, সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র।
ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থী নাছিমা আক্তার বলেন, ‘আমি একজন পরীক্ষার্থী। আমার প্রবেশপত্র পুড়ে গেছে, আমি এখন কীভাবে পরীক্ষা দেব?’
রাজৈর ফায়ার সার্ভিসের টিম লিডার সালাউদ্দিন লস্কর বলেন, ‘ফোন করে সংবাদ দিলে ইশিবপুর পর্যন্ত যাই, পরে আবার একই ফোন নম্বর থেকে ফোন করে বলে, আগুন নিভে গেছে, তখন ফিরে আসি।’
ইউএনও মো. আনিসুজ্জামান বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়েছি, ক্ষতিগ্রস্তদের কিছু সহায়তা দেওয়া হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪