Ajker Patrika

কীভাবে পরীক্ষা দেবে নাছিমা ও আছিয়া?

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
Thumbnail image

গভীর রাত। ঘুমে বাড়ির সবাই। হঠাৎ আগুন লাগে বাড়িতে। একপর্যায়ে তা ছড়িয়ে পড়ে বসতঘরে। প্রাণ বাঁচাতে সবাই দ্রুত বেরিয়ে আসেন ঘরের বাইরে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই পুড়ে গেছে ঘরের সবকিছু। এর মধ্যে ছিল নাছিমার চলমান এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রও। রক্ষা পায়নি সম্মান প্রথম বর্ষের ছাত্রী বড় বোন আছিয়ার পরীক্ষার প্রবেশপত্রসহ দুই বোনের সব সনদ।

মাদারীপুরের রাজৈর উপজেলায় বাড়ি এই দুই বোনের। পরীক্ষার প্রবেশপত্র পুড়ে যাওয়ায় তাদের বড় দুশ্চিন্তা–পরীক্ষা কীভাবে দেবেন?
জানা গেছে, সোমবার রাত দেড়টার দিকে উপজেলার ইশিবপুরের সোনাপাড়া গ্রামের তারক শেখের বাড়িতে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে বসতঘরে। তাঁদের চিৎকারে স্থানীয়রা এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। দুই ঘণ্টা চেষ্টার পর  আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে চারটি বসতঘরসহ ঘরে থাকা দলিলপত্র, ১ লাখ টাকা, পাসপোর্ট, দেড় শ মণ ধান, চাল, দেড় শ মণ পাট, ৪ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ পুড়ে ছাই হয়ে যায়। সঙ্গে পুড়ে যায় এইচএসসি পরীক্ষার্থী নাছিমা আক্তার ও অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী আছিয়া আক্তারের প্রবেশপত্র, সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র।

ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থী নাছিমা আক্তার বলেন, ‘আমি একজন পরীক্ষার্থী। আমার প্রবেশপত্র পুড়ে গেছে, আমি এখন কীভাবে পরীক্ষা দেব?’

রাজৈর ফায়ার সার্ভিসের টিম লিডার সালাউদ্দিন লস্কর বলেন, ‘ফোন করে সংবাদ দিলে ইশিবপুর পর্যন্ত যাই, পরে আবার একই ফোন নম্বর থেকে ফোন করে বলে, আগুন নিভে গেছে, তখন ফিরে আসি।’

ইউএনও মো. আনিসুজ্জামান বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়েছি, ক্ষতিগ্রস্তদের কিছু সহায়তা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত