Ajker Patrika

বাবাকে নিয়ে তথ্যচিত্র বানাবেন শাহনূর

আপডেট : ২৪ মে ২০২২, ০৯: ৪৩
বাবাকে নিয়ে তথ্যচিত্র বানাবেন শাহনূর

চিত্রনায়িকা শাহনূরের বাবা সৈয়দ মোজাফফর আলী ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ৮ নম্বর সেক্টরের অধীনে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। এ বছরের ৫ জানুয়ারি ছিল শাহনূরের বাবার ৮ম মৃত্যুবার্ষিকী। ওই দিনই শাহনূর সিদ্ধান্ত নিয়েছেন, বাবাকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের। যদিও গত বছর এ বিষয়ে পরিকল্পনা করেছিলেন কিন্তু করোনার কারণে তা হয়ে ওঠেনি।

এর আগে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান মৌ মাল্টিমিডিয়া থেকে বঙ্গবন্ধুকে নিয়ে ‘একটি বাংলাদেশ’ নামে তথ্যচিত্র বানান শাহনূর। এবার শুরু করেছেন নিজের বাবাকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের কাজ। চিত্রনাট্য নিজেই লিখছেন।

তথ্যচিত্রে উঠে আসবে তাঁর বাবার সংক্ষিপ্ত জীবনকাহিনি, মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ের সময়ের তথ্য, পরিবারের অন্যদের বক্তব্যসহ এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মুখে তাঁর বাবা সম্পর্কে বয়ান। নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজারও কিছু কথা থাকবে ওই তথ্যচিত্রে। থাকবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর কথাও।

শাহনূর বলেন, ‘যেহেতু আমি এখন চলচ্চিত্র ও রাজনীতি দুটির সঙ্গেই সক্রিয়, তাই আমার বীর মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে তথ্যচিত্রটি আমিই নির্মাণ করতে চাই। বাবার আদর্শকে সবার সামনে তুলে ধরার এই প্রয়াসটুকু আমি করে যেতে চাই।’

শাহনূর জানান, শুধু তাঁর বাবা নয়, অন্য চার চাচা—সৈয়দ মোজাম্মেল আলী, সৈয়দ মহসিন আলী, সৈয়দ মোয়াজ্জেম আলী ও সৈয়দ মোকাররম আলীও ছিলেন মুক্তিযোদ্ধা। একই পরিবারের পাঁচ ভাই মুক্তিযোদ্ধা, বিষয়টি গুরুত্বের সঙ্গে তথ্যচিত্রে তুলে ধরবেন তিনি।

চলচ্চিত্রে অভিনয় নিয়েও ব্যস্ততা আছে শাহনূরের। তাঁর অভিনীত রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমাটি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত