Ajker Patrika

হিলি বন্দরে আবারও বাড়ল পেঁয়াজের দাম

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৩: ৪৫
হিলি বন্দরে আবারও বাড়ল পেঁয়াজের দাম

আমদানি কমের অজুহাতে এক দিনের ব্যবধানে আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে (ট্রাক সেল) পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা। এক দিন আগে বন্দরে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ ৩৩-৩৪ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৩৬-৩৭ টাকা কেজি দরে। আর নগর জাতের পেঁয়াজ ৩৬ টাকা বিক্রি হলেও তা বেড়ে এখন ৩৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মুজাম্মেল হোসেন জানান, মূলত বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যাওয়ার কারণেই পেঁয়াজের দাম বাড়ছে। তবে আমদানি শুরু হলে আগামী দু-এক দিনের মধ্যে পেঁয়াজের দাম আবার স্বাভাবিক হয়ে আসবে।

তিনি বলেন, কালীপূজার কারণে ভারতের মোকামগুলোয় পেঁয়াজের লোডিং চার দিন বন্ধ ছিল। এর ফলে হিলিসহ দেশের সব কটি বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি আগের তুলনায় কমে আসায় দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে। তবে ভারতের মোকামে পেঁয়াজের লোডিং পুনরায় শুরু হয়ে গেছে। আগামী দু-তিন দিনের মধ্যে তা বন্দরে প্রবেশ করা শুরু করবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও দিন দিন এর পরিমাণ কমছে। গত শনিবার বন্দর দিয়ে ৭টি ট্রাকে ১৮২ টন পেঁয়াজ আমদানি হলেও রোববার বন্দর দিয়ে ৬টি ট্রাকে ১৫৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর আগে বন্দর দিয়ে প্রতিদিন ২০-২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১ হাজার টাকায় ৪ থ্রি-পিস দেওয়ার বিজ্ঞাপন দেখে নারীদের ভিড়, বেকায়দায় শোরুম কর্তৃপক্ষ

একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: জামায়াত

মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছি: কানাডার প্রধানমন্ত্রী

আ.লীগ-জাপাকে ভোটের বাইরে রাখলে গৃহযুদ্ধের সূত্রপাত হতে পারে: শামীম পাটোয়ারী

আ.লীগ নেতার মরদেহ উদ্ধার, ছেলেকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ