Ajker Patrika

সমালোচনার মুখে রাশমিকা

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ০৮: ৪৭
সমালোচনার মুখে রাশমিকা

অভিনেত্রী রাশমিকা মান্দানাকে বলা হয় ভারতের ‘জাতীয় ক্রাশ’। ছেলে থেকে বুড়ো—সবাইকে তিনি বন্দী করেছেন জাদুকরী হাসির জালে। সেই রাশমিকা এবার বিতর্কের মুখে! দক্ষিণী সিনেমা নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করে ভালোই বিপাকে পড়েছেন অভিনেত্রী।

দক্ষিণী সিনেমার নিয়মিত মুখ রাশমিকা ‘গুডবাই’-এর পর আবারও হাজির হচ্ছেন বলিউডে। ২০ জানুয়ারি মুক্তি পাবে ‘মিশন মজনু’। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধে এ স্পাই থ্রিলারে রাশমিকা কতটা চমক দেখান, তা দেখার অপেক্ষায় দর্শক। সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি রাশমিকা বলেছেন, ‘আমার বেড়ে ওঠার সময় রোমান্টিক গান মানেই ছিল বলিউড সিনেমার গান। দক্ষিণী সিনেমায় যেসব গান হয়, সেগুলোর বেশির ভাগই মাশালা ধরনের, আইটেম ও ডান্স নাম্বার। মিশন মজনুর মাধ্যমে আমি প্রথম বলিউড রোমান্টিক গানে হাজির হলাম।’

বলিউডের গানের সঙ্গে দক্ষিণী সিনেমার গানের এ তুলনা ভালোভাবে নেয়নি নেটিজেনরা। টুইটারে তাঁকে তুলাধোনা করা হচ্ছে। এর আগেও একবার ‘কানতারা দেখিনি’ মন্তব্য করে ট্রোলড হয়েছিলেন রাশমিকা। তবে হাজারো সমালোচনার ভিড়ে পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রীর ভক্তরা। রাশমিকার মন্তব্যকে সমর্থন জানিয়ে অনেকে লিখছেন, ‘তাঁর মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বলিউড বিখ্যাত রোম্যান্টিক গানের জন্য, অন্যদিকে দক্ষিণীর সিনেমা বিখ্যাত হয়েছে আইটেম গানের জন্য, এটা তো সত্যি কথা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত