Ajker Patrika

তসলিমা শিক্ষক হতে চায়

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২২, ১২: ৩৬
তসলিমা শিক্ষক হতে চায়

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা নগরপাড়ার এতিম তসলিমা আকতার বাম হাতে লিখে এসএসসি পাস করে বর্তমানে চন্দনাইশ সদরে আমানতছফা বদরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজে এইচএসসিতে পড়ছে। সে পড়ালেখা করে শিক্ষক হতে চায়।

জোয়ারা নগরপাড়ার মৃত নজু মিয়ার ৮ ছেলেমেয়ের মধ্যে তসলিমা চতুর্থ। ২০০৬ সালে মা মারা যাওয়ার পর তাঁর বাবা নজু মিয়া দেড় শতক জমির ওপর একটি ছোট ঘরে ৮ সন্তান নিয়ে অতি কষ্টে সংসারজীবন অতিবাহিত করছিলেন। ৪ মাস আগে নজু মিয়া মারা গেলে এতিম তসলিমা এক ভাইয়ের সংসারে কোনোভাবে জীবন কাটাচ্ছেন। তাঁদের নিজস্ব কোনো সম্পত্তি নেই।

তসলিমার জন্মের পর থেকে ডান হাত, ডান পা অচল। বাম হাত-পাও স্বাভাবিক নয়। তারপরও সে ২০১৭ সালে জেএসসি, ২০২০ সালে বাম হাতে লিখে এসএসসি পাস করেন।

তাসলিমা ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেন। জীবনের শুরুতে টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে তসলিমার ডান হাত ও ডান পা অচল হয়ে হয়ে যায়। অর্থসংকটের কারণে পরিবারের পক্ষ থেকে সঠিক সময়ে চিকিৎসা নিতে না পারায় সে প্রতিবন্ধী হয়ে পড়েন।

তসলিমার তিন বোনের বিয়ে হলেও এক ভাই শহরে ক্ষুদ্র ব্যবসায়ী। ছোট ভাই বেকার, অপর ভাই উপজেলা চেয়ারম্যানের অফিসে মালি হিসেবে চাকরি করেন। অভাবের সংসারে তসলিমা শিক্ষকদের আন্তরিকতা ও সহযোগিতার কারণে জেএসসি ও এসএসসি পাস করে বর্তমানে কলেজে পড়ছে। তসলিমা পড়ালেখা চালিয়ে যেতে চায়। এ ব্যাপারে সে এলাকার বিত্তবানদের আর্থিক সহযোগিতা চেয়েছে।

তসলিমা বলে, ‘জেএসসি ও এসএসসিতে পড়ার সময় ফতেনগর এসএন বালিকা বিদ্যালয়ের নোটন স্যার আমাকে বিভিন্ন রকম সহযোগিতা করেছেন। কলেজে ভর্তি হওয়ার পর শামীমা ম্যাডাম কিছু বই দিয়েছেন। আরও অনেক বই কিনতে হবে।’

শিক্ষক নোটন বলেন, তসলিমাকে সমাজের বিত্তবানেরা সাহায্য করলে সে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।

চন্দনাইশ সদরে আমানতছফা বদরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক শামীমা বলেন, ‘আমার ব্যক্তিগত সংগ্রহ থেকে কিছু বই তসলিমাকে দিয়েছি। তার আরও সাহায্য প্রয়োজন। সমাজের ভিত্তবানেরা এগিয়ে এলে, সে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত