Ajker Patrika

শাপলা কাব অ্যাওর্য়াড পেল ৯ শিক্ষার্থী

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১০: ৪১
শাপলা কাব অ্যাওর্য়াড পেল ৯ শিক্ষার্থী

কিশোরগঞ্জের অষ্টগ্রামের ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার ৯ জন শিক্ষার্থী, বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ পদক, ‘শাপলা অ্যাওর্য়াড’ পেয়েছে। হাটখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সর্বোচ্চ ৪টি এ্যাওর্য়াড পেয়ে উপজেলার শীর্ষে রয়েছে। জেলায় সেরা হয়েছে অষ্টগ্রাম উপজেলা। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ স্কাউট ওয়েব সাইটে এ্যাওর্য়াড প্রাপ্ত বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। এতে অষ্টগ্রাম উপজেলার ৯ জনসহ কিশোরগঞ্জ জেলায় ১৮ জন শিক্ষার্থীর এ্যাওর্য়াড পাওয়ার খবর জানানো হয়।

অষ্টগ্রাম উপজেলা স্কাউট সুত্রে জানা গেছে, চলতি বছর ২৪ সেপ্টেম্বর অষ্টগ্রাম উপজেলার মধ্য অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি বিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী শাপলা অ্যাওর্য়াড পরীক্ষায় অংশগ্রহণ নেয়। হাটখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ জন, পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন ও মধ্য অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ জনসহ অষ্টগ্রাম উপজেলার ৯ জন শিক্ষার্থী বিজয়ী হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত