Ajker Patrika

আফ্রিকার সঙ্গে যাতায়াত বন্ধ করছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১০: ৫৪
আফ্রিকার সঙ্গে যাতায়াত বন্ধ করছে বাংলাদেশ

ডেলটার তাণ্ডব শেষ না হতেই বিশ্বজুড়ে নতুন আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। সম্প্রতি আফ্রিকার কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে এ ধরনটি। প্রবেশ ঠেকাতে ইউরোপ-এশিয়াসহ অনেক দেশেই নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। ওমিক্রন শঙ্কায় আফ্রিকার সঙ্গে যাতায়াত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একই সঙ্গে ধরনটি যাতে কোনোভাবেই দেশে ঢুকতে না পারে, সে জন্য আকাশপথের পাশাপাশি সব সীমান্তেও কড়াকড়ি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল এক অডিওবার্তায় এ কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। নতুন এই ধরন করোনার অন্যান্য ধরনের তুলনায় বেশি আগ্রাসী বলে জানিয়েছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকান ধরনটি খুবই আগ্রাসী। সে কারণে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করা হচ্ছে এবং সব বিমানবন্দর, স্থলবন্দরে স্ক্রিনিং (শনাক্তকরণ) প্রক্রিয়া আরও জোরদার করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।

সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার বিষয়েও তাগিদ দেওয়া হচ্ছে জানিয়ে জাহিদ মালেক বলেন, এ বিষয়ে জেলা পর্যায়েও নির্দেশনা দেওয়া হচ্ছে। অন্যান্য জায়গা থেকেও যারা আসবে, সে বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হবে। এ ক্ষেত্রে তাদের টিকা নেওয়া ও আরটি-পিসিআর টেস্টের (পরীক্ষা) বিষয়টি দেখা হবে।

বহির্বিশ্বের অনেক দেশের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক থাকায় বাংলাদেশেও ধরনটির প্রবেশ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না সরকারের করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লা। তিনি বলেন, নতুন এই ধরন নিয়ে প্রাথমিক কিছু ধারণা পাওয়া গেছে। এটি প্রতিরোধে টিকা কাজ করে কি না, সেটি নিয়ে কথা হচ্ছে। এ কারণেই মূলত বিশ্বের কয়েকটি দেশ কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে আসন্ন পরিস্থিতি মোকাবিলায় করণীয় ঠিক করতে আগামী দুদিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত দুই মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা ও অধ্যাপক ডা. আহমেদুল কবীর কোভিড-১৯-বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, ‘সীমান্তে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বসে ঠিক করবে। বিশেষ করে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি দেখবে। আমাদের পক্ষ থেকে যা করা যায়, সেটা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত