Ajker Patrika

পতাকা বিক্রি করছেন এইচএসসি পরীক্ষার্থী

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৫: ১৮
পতাকা বিক্রি করছেন এইচএসসি পরীক্ষার্থী

ফাহিম উদ্দিন (১৮)। কুষ্টিয়ার শৈলকুপা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। ১৯ ডিসেম্বর থেকে তাঁর পরীক্ষায় বসার কথা রয়েছে।

কিন্তু সংসারে অভাব থাকায় ফাহিম বিক্রি করছেন লাল-সবুজের পতাকা। জীবনে প্রথম গ্রামের ছেলের সঙ্গে চট্টগ্রামে এসেছেন। মহান জাতীয় দিবস উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রাম এবং আশপাশের বিভিন্ন উপজেলার পাড়া-মহল্লার পথে পথে ঘুরে পতাকা বিক্রি করছেন।

গতকাল বুধবার সকালে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী কলেজ গেট এলাকায় ফাহিম উদ্দিনের সঙ্গে কথা হয়।

ফাহিম জানান, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১০ নম্বর পান্টি ইউনিয়নের রইস উদ্দিনের ছেলে তিনি। পরিবারে কিছুটা সচ্ছলতা ফেরাতে এবং যুদ্ধের চেতনাকে চিত্তে ধারণ করে জাতীয় পতাকা হাতে ছুটে বেড়াচ্ছেন পথে-প্রান্তরে।

এইচএসসি পরীক্ষার্থী হয়েও পতাকা বিক্রির কাজটা কেন বেছে নিলেন এমন প্রশ্ন করা হলে ফাহিম বলেন, ‘স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এবং পরিবারে কিছুটা সচ্ছলতা ফেরাতে পতাকা বিক্রি করছি। এতে আমি খুব আনন্দ পাই, পরিবারের খরচও চলে। এ ছাড়া কৃষক বাবার পক্ষে সংসার চালাতে বেশ হিমশিম খেতে হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত