Ajker Patrika

শপথগ্রহণ শেষে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০৫
Thumbnail image

কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পর হলরুম থেকে বের হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেলে আদালতে জামিন চাইলে আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

জানা গেছে, গত বছরের ২৬ ডিসেম্বর ভৈরবে ৭ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন কালিকাপ্রসাদ ইউপির একটি কেন্দ্র দখল ও পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে ইউপি চেয়ারম্যান লিটন মিয়াকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা করে। মামলায় অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়। এরপর থেকে ইউপি চেয়ারম্যান মো. লিটন মিয়া পলাতক ছিলেন। পরে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ নিতে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের যান তিনি।

গ্রেপ্তারকৃত চেয়ারম্যান লিটন মিয়ার ভাতিজা সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল কবির বলেন, আমার চাচা শপথ নিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এসেছিলেন। শপথ শেষে বের হলে ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর দাবি, নির্বাচনের দিনে ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন না। পুলিশ মামলায় মিথ্যা আসামি করেছেন তাঁদের।

এ প্রসঙ্গে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, ‘২৬ ডিসেম্বর ভৈরবের ইউপি নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ইউপি চেয়ারম্যান লিটন মিয়া প্রধান আসামি ছিলেন। এ ছাড়া মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। আজ (মঙ্গলবার) তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান লিটন মিয়াকে গ্রেপ্তারের খবর শুনেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত