মধ্যপ্রাচ্যের লেবাননে ১ লাখের অধিক প্রবাসী বাংলাদেশি রয়েছেন। এদের বড় অংশ নারী। দেশটি ইসরায়েলি বাহিনীর হামলার পরিধি বাড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসী বাংলাদেশিরা। এরই মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল ছেড়ে বৈরুতে আশ্রয় নিয়েছেন হাজারো বাংলাদেশি, যাঁদের অধিকাংশই বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে চান।
আকাশপথে অব্যাহত ইসরায়েলি হামলায় গত দুই সপ্তাহে লেবাননে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি আহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ লেবাননে তিনজন ও বৈরুতে দুজন আহত হয়েছেন বলে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে।
ইসরায়েলের হামলায় লেবাননের রাজধানী বৈরুতে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে সেখানকার বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল মঙ্গলবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, বাংলাদেশের কূটনীতিকেরা অন্যত্র একটি ছোট ভবনে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দূতাবাসে যাঁদের কাজ আছে, তাঁদের সেখানে যোগাযোগ করতে বলা হচ্ছে।
বিদ্যমান পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ শহরগুলো ছেড়ে অন্য শহরে অবস্থান নিচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছেন। দেশে ফিরতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটের দাবি জানাচ্ছেন তাঁরা। যদিও চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশটিতে সীমিত পরিসরে খোলা আছে আকাশপথের যোগাযোগব্যবস্থা।
লেবানন থেকে বাংলাদেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, এমনটা জানিয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে আইওএম-এর (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন) সঙ্গে প্রাথমিক কিছু কথাবার্তা হয়েছে। তিনি বলেন, উপদেষ্টা বলেন, লেবানন পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকদের বিষয়ে সরকার সতর্ক আছে। প্রয়োজন হলে তাঁদের জন্য আশ্রয়কেন্দ্র চালু করা, খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে প্রস্তুতি আছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে এ জন্য আর্থিক বরাদ্দ চাওয়া হয়েছে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বৈধভাবে লেবাননে গিয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৩৬৪ জন বাংলাদেশি। মূলত ২০০৯ সাল থেকে অধিক হারে দেশটিতে বাংলাদেশি শ্রমিকেরা যাওয়া শুরু করেন। তবে সব থেকে বেশি শ্রমিক যান ২০১১ সালে। ওই বছর বিএমইটির ছাড়পত্র নিয়ে লেবাননে যান ১ লাখ ১৯ হাজার ১৬৯ জন বাংলাদেশি। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অর্থনৈতিক মন্দায় কর্মী রপ্তানি কমেছে। গত বছর (২০২৩) কর্মী ভিসায় ২ হাজার ৫৯৪ জন লেবাননে গিয়েছিলেন। আর চলতি বছর প্রথম ৭ মাসেই গিয়েছেন ৪ হাজার ২২৫ জন। এর আগে ২০২২ সালে ৮৫৮ জন, ২০২১ সালে ২৩৫ জন এবং ২০২০ সালে ৪৮৮ জন বাংলাদেশি দেশটিতে গিয়েছেন।
মধ্যপ্রাচ্যের লেবাননে ১ লাখের অধিক প্রবাসী বাংলাদেশি রয়েছেন। এদের বড় অংশ নারী। দেশটি ইসরায়েলি বাহিনীর হামলার পরিধি বাড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসী বাংলাদেশিরা। এরই মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল ছেড়ে বৈরুতে আশ্রয় নিয়েছেন হাজারো বাংলাদেশি, যাঁদের অধিকাংশই বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে চান।
আকাশপথে অব্যাহত ইসরায়েলি হামলায় গত দুই সপ্তাহে লেবাননে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি আহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ লেবাননে তিনজন ও বৈরুতে দুজন আহত হয়েছেন বলে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে।
ইসরায়েলের হামলায় লেবাননের রাজধানী বৈরুতে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে সেখানকার বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল মঙ্গলবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, বাংলাদেশের কূটনীতিকেরা অন্যত্র একটি ছোট ভবনে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দূতাবাসে যাঁদের কাজ আছে, তাঁদের সেখানে যোগাযোগ করতে বলা হচ্ছে।
বিদ্যমান পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ শহরগুলো ছেড়ে অন্য শহরে অবস্থান নিচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছেন। দেশে ফিরতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটের দাবি জানাচ্ছেন তাঁরা। যদিও চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশটিতে সীমিত পরিসরে খোলা আছে আকাশপথের যোগাযোগব্যবস্থা।
লেবানন থেকে বাংলাদেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, এমনটা জানিয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে আইওএম-এর (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন) সঙ্গে প্রাথমিক কিছু কথাবার্তা হয়েছে। তিনি বলেন, উপদেষ্টা বলেন, লেবানন পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকদের বিষয়ে সরকার সতর্ক আছে। প্রয়োজন হলে তাঁদের জন্য আশ্রয়কেন্দ্র চালু করা, খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে প্রস্তুতি আছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে এ জন্য আর্থিক বরাদ্দ চাওয়া হয়েছে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বৈধভাবে লেবাননে গিয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৩৬৪ জন বাংলাদেশি। মূলত ২০০৯ সাল থেকে অধিক হারে দেশটিতে বাংলাদেশি শ্রমিকেরা যাওয়া শুরু করেন। তবে সব থেকে বেশি শ্রমিক যান ২০১১ সালে। ওই বছর বিএমইটির ছাড়পত্র নিয়ে লেবাননে যান ১ লাখ ১৯ হাজার ১৬৯ জন বাংলাদেশি। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অর্থনৈতিক মন্দায় কর্মী রপ্তানি কমেছে। গত বছর (২০২৩) কর্মী ভিসায় ২ হাজার ৫৯৪ জন লেবাননে গিয়েছিলেন। আর চলতি বছর প্রথম ৭ মাসেই গিয়েছেন ৪ হাজার ২২৫ জন। এর আগে ২০২২ সালে ৮৫৮ জন, ২০২১ সালে ২৩৫ জন এবং ২০২০ সালে ৪৮৮ জন বাংলাদেশি দেশটিতে গিয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪