Ajker Patrika

প্রেমে বাধা দেওয়ায় হত্যার অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১২: ০২
প্রেমে বাধা দেওয়ায় হত্যার অভিযোগ

চট্টগ্রামের পটিয়ায় প্রেমে বাধা দেওয়ায় মো. ইউনুস (৪৬) নামের একজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের দক্ষিণ মালিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

ইউনুস একই এলাকার মকবুল মুন্সির বাড়ির মৃত ফজল আহমেদের ছেলে।

এ ঘটনায় বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেছেন ইউনুসের স্ত্রী লাভলী আক্তার। মামলায় আসামিরা হলেন মো. এরশাদ, নুরুল আজিম, নরুল কবির, সালমা খাতুন ও ছেমন আরা বেগম।

মামলা সূত্রে জানা যায়, ইউনুসের এক আত্মীয়ের মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী উপজেলা কর্ণফুলীর এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ওই ছেলে গত মঙ্গলবার রাতে গোপনে আজিমের বাড়িতে আসেন। এতে বাধা দিতে গেলে চাচাতো ভাই এরশাদ, নুরুল আজিম, নুরুল কবিরসহ কয়েকজন মিলে ইউনুসকে মারধর করেন। ইউনুসকে বাঁচাতে তাঁর স্ত্রী লাভলী আক্তার এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়।

একপর্যায়ে এরশাদ ইউনুসের বুকে আঘাত করলেই তিনি মাটিতে পড়ে যান। এ সময় নুরুল কবির মনা গলা টিপে ধরেন আর নুরুল আজিম অণ্ডকোষ চেপে ধরেন। এতে ইউনুস অজ্ঞান হয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার পরিদর্শক রেজাউল করিম মজুমদার বলেন, ইউনুস ও তাঁর আত্মীয়দের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে সংঘর্ষ হয়। এ সময় আহত হন ইউনুস। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

গতকাল বাদ আসর জানাজা শেষে ইউনুসের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত