Ajker Patrika

২ ইউএনওর ফোন নম্বর ক্লোন

গৌরীপুর ও গফরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৫৫
২ ইউএনওর ফোন নম্বর ক্লোন

ময়মনসিংহের গৌরীপুর ও গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করেছে প্রতারক চক্র। ওই নম্বর থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে টাকা দাবি করছে তাঁরা। এ ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন দুই ইউএনও। পাশাপাশি এ ধরনের লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। তবে এখনো কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ।

জানা গেছে, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যক্তিদের কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় গৌরীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গত মঙ্গলবার প্রতারক চক্রটি ইউএনওর সরকারি নম্বর ক্লোন করে তাঁর পরিচয়ে উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নানের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।

চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, মঙ্গলবার দুপুরে ইউএনও পরিচয়ে ফোন করে পাঁচ হাজার টাকা দাবি করা হয়। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ০১৯৫০-১৩৬৫৬৭ নম্বরে পাঁচ হাজার টাকা পাঠাতে বলে।

চেয়ারম্যান আরও বলেন, ‘যেহেতু ইউএনওর নম্বর মোবাইল ফোনে সংরক্ষণ ছিল, তাই বিষয়টি নিয়ে কোনো সন্দেহ হয়নি। পরে বিকেলে ইউএনওর সঙ্গে দেখা হলে টাকা পেয়েছেন কিনা জানতে চাইলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।’

ইউএনও হাসান মারুফ বলেন, সরকারি নম্বর ক্লোন করে জনপ্রতিনিধিদের কাছে টাকা চাওয়া হচ্ছে, এমন অভিযোগ পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সবাইকে তথ্য আদান-প্রদান ও লেনদেনে সতর্ক থাকতে অনুরোধ করেন তিনি।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিক বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত ও প্রতারক চক্রকে ধরতে চেষ্টা চালাচ্ছে।

এদিকে গফরগাঁওয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলামের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করেছে অজ্ঞাত ব্যক্তি। বিষয়টি জানতে পেরে ইউএনও মো. তাজুল ইসলাম গফরগাঁও ও পাগলা থানা-পুলিশকে বিষয়টি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে ইউএনও মো. তাজুল ইসলামের সরকারি মোবাইল ফোন নম্বর (০১৭৩৩৩৭৩৩৩৮) থেকে অজ্ঞাত ব্যক্তি উপজেলার উস্থি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম তোতার কাছে ফোন করে ১০ হাজার টাকা চান। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ০১৯৫০১৩৬৫৬৭ নম্বরে টাকা পাঠাতে বলেন।

এ সময় ইউপি চেয়ারম্যান ফোন কেটে দিয়ে ইউএনওকে ফোন করে বিষয়টি অবগত করেন। পরে ইউএনও তাৎক্ষণিকভাবে গফরগাঁও ও পাগলা থানার ওসিকে বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সতর্কতামূলক পোস্ট করেন।

ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তোতা বলেন, ‘ইউএনওর নম্বর থেকে ফোনটি এলেও কণ্ঠস্বর তাঁর ছিল না। অচেনা কণ্ঠস্বর শুনেই ফোন কেটে দিয়ে বিষয়টি সম্পর্কে অবগত করেছি।’

এ বিষয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেই পুলিশ প্রশাসনকে অবগত করে ফেসবুকে সতর্কতামূলক পোস্ট করেছি। এ ব্যাপারে বুধবার গফরগাঁও ও পাগলা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।’

জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, ‘নম্বর ক্লোন করে কারও কাছে টাকা চাইলে তাঁদের খুঁজে বের করা করা একটু কঠিন হয়ে পড়ে। তবে এ ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পুলিশ সব সময় প্রতারক চক্রকে ধরতে সক্রিয়। অপরাধী যত বড়ই হোক না কেন, অপরাধ করে কোনোভাবেই পার পেতে পারবে না।’

র‍্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান বলেন, ‘সম্প্রতি ডিজিটাল প্রতারক চক্র বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে অভিযোগও পাওয়া যাচ্ছে। এই সব প্রতারক চক্র বিকাশ, নগদসহ বিভিন্ন মাধ্যমে প্রতারণা করে থাকে। চক্রের সদস্যদের ধরার জন্য র‍্যাব কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত