Ajker Patrika

স্মার্ট টিভির যত্ন-আত্তি

জীবনধারা ডেস্ক
Thumbnail image

স্মার্ট টিভি মানেই এলইডি কিংবা এলসিডির স্ক্রিন আর খবর, সিনেমা, নাটকের পাশাপাশি ওটিটি বিভিন্ন প্ল্যাটফর্মের কনটেন্ট, ইউটিউব ভিডিও, ভিডিও কলিং, অনলাইন গেম, ফেসবুক ব্যবহারের সুযোগ। ডিভাইস যত স্মার্ট তার যত্ন-আত্তিও ততই সূক্ষ্ম। ফলে ভুল নিয়মে টিভি পরিষ্কার করতে গিয়ে তার ক্ষতি করে বসবেন না।

যা করবেন

  • প্রতিবার টিভি পরিষ্কার করার আগে অবশ্যই আনপ্লাগ করে নিতে হবে।
  • টিভি পরিষ্কার করার জন্য মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন। এটি টিভি স্ক্রিনে লেগে থাকা ধুলোবালিসহ অন্যান্য দাগ যত্নের সঙ্গে পরিষ্কার করতে সহায়তা করে। এর ব্যবহারে স্ক্রিনে কোনো ধরনের দাগ পড়ে না। 
  • স্মার্ট টিভির স্ক্রিন এলইডি বা এলসিডি। তাই টিভির স্ক্রিনে সরাসরি কোনো রকম তরল স্প্রে বা পানি ব্যবহার করা যাবে না। মাইক্রোফাইবার কাপড়ে স্প্রে করে সেটি দিয়ে মুছে নিলে টিভি স্ক্রিন ভালো থাকবে।
  • টিভির সঙ্গে ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করলে বিদ্যুৎ আপ-ডাউনের ফলে টিভির ক্ষতি হয় না।
  • টিভির উজ্জ্বলতা লেভেল ঠিকঠাক আছে কি না, খেয়াল রাখতে হবে। বেশি মাত্রার উজ্জ্বলতা টিভির আয়ু কমিয়ে দিতে পারে।
  • অতিমাত্রার কন্ট্রাস্ট লেভেল ব্যবহার টিভির আয়ু ও ছবির গুণগতমান কমিয়ে দেয়। তাই মাঝে মাঝে এটি বাড়িয়ে-কমিয়ে দিতে হবে।
  • যখন টিভি ব্যবহার করবেন না, তখন সুইচ বন্ধ করে রাখুন। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং টিভি ভালো থাকবে।
  • টিভির রিমোট কন্ট্রোলে কভার ব্যবহার করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত