Ajker Patrika

পূর্বধলায় উজ্জ্বলের উজ্জ্বল দৃষ্টান্ত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২২, ১৩: ৩৭
পূর্বধলায় উজ্জ্বলের উজ্জ্বল দৃষ্টান্ত

নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের প্রধান সড়কগুলো দীর্ঘদিন ধরে ভাঙা। পাকা রাস্তার পিচ, ইট আর বালু উঠেছে কয়েক বছর আগেই। প্রায় ১০ বছর ধরে সড়কটি চলাচলের অনুপযোগী। রাস্তার মাঝেমধ্যেই খানাখন্দ। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে পথচারীরা। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও কর্তৃপক্ষের টনক নড়েনি।

অবশেষে নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামত করছেন উজ্জ্বল বাবুর্চি নামে এক ভ্যানচালক। তিনি পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের পূর্ব বুধী গ্রামের বাসিন্দা।

উজ্জ্বল মিয়া বলেন, ‘এই রাস্তার একদিকে পূর্বধলা বাজার, অন্যদিকে হাসপাতাল, উপজেলা পরিষদ ও রেলস্টেশন অবস্থিত। রাস্তায় বড় বড় গর্তের কারণে রিকশা, ভ্যান, অটোরিকশাসহ অন্যান্য গাড়ি চালাতে অসুবিধা হয়। ভাঙাচোরা এই রাস্তার কারণে এখন কর্মহীন হওয়ার উপক্রম। তাই যতটুকু পারছি বড় বড় গর্তে ইট ফেলে মেরামতের চেষ্টা করছি। হয়তো পুরো রাস্তা মেরামত করতে পারব না, তবু যতটুকু পারি ততটুকু মেরামত করব। মূলত মানুষের কষ্টের কথা চিন্তা করেই কাজটি করছি। এর জন্য আমি সবার কাছে দোয়া চাই।’

পথচারী শফিকুল ইসলাম খান বলেন, ‘উজ্জ্বল যা করছেন, তা একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি হয়তো পুরো রাস্তাটি সংস্কার করতে পারবেন না, তবে তাঁর এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে বলে আশা করি।’

মো. এমদাদুল ইসলাম বলেন, ‘উজ্জ্বলের এমন অনন্য উদ্যোগে এলাকার মানুষের কষ্ট কিছুটা হলেও কমবে। তা ছাড়া তাঁর এই উদ্যোগ সমাজের অন্য মানুষদেরও ভালো কাজে উদ্বুদ্ধ করবে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পূর্বধলা উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল জাহান রিদান উজ্জ্বলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, উপজেলা সদরের রাস্তাগুলোর অবস্থা সম্পর্কে তিনি অবগত। এগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হলে আগামী অর্থবছরে কাজ হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত