Ajker Patrika

ই-মেইলের যুগে পর্দায় চিঠির গল্প

আপডেট : ১৭ মে ২০২২, ১৩: ০৮
ই-মেইলের যুগে পর্দায় চিঠির গল্প

চিঠির আবেদন শেষ হয়েছে সেই কবে! ডাকপিয়ন আর ডাকঘর এখন বলতে গেলে বিলুপ্তপ্রায়। তবে স্টার জলসা ফিরিয়ে আনছে সেই চিঠির গল্প। ‘সাহেবের চিঠি’ নামে নতুন সিরিয়ালের ঘোষণা দিয়েছে চ্যানেলটি। এতে ‘চিঠিওয়ালি’ হয়ে দেখা দেবেন দেবচন্দ্রিমা সিংহ রায়। ফোন আর ই-মেইলের ব্যস্ত দুনিয়ায় সাইকেল নিয়ে বাড়ি বাড়ি ঘুরে চিঠি বিলি করেন তিনি।

‘সাহেবের চিঠি’ সিরিয়ালে দেবচন্দ্রিমার সঙ্গে জুটি বেঁধেছেন প্রতীক সেন। তাঁকে দেখা যাবে বাংলার আইকনের চরিত্রে, যাকে দেখতে বাড়ির সামনে ভিড় করেন ভক্তরা। চরিত্রের নাম সাহেব মুখার্জি। সাহেবের কাছে একদিন চিঠি নিয়ে হাজির হয় দেবচন্দ্রিমা। সেই চিঠিতে আছে সাহেবকে লেখা তাঁর এক ভক্তের শেষ ইচ্ছে। চিঠি বিলি করতে এসে দেবচন্দ্রিমা জানতে পারেন, এক দুর্ঘটনায় পা হারিয়েছেন সাহেব।

এমন নতুন ধরনের গল্প দেখা যাবে ‘সাহেবের চিঠি’ সিরিয়ালে। সঙ্গে প্রতীক আর দেবচন্দ্রিমার জুটিও নতুন। তাই প্রোমো প্রকাশের পর থেকে দর্শকদের আগ্রহ তুঙ্গে। স্টার জলসা জানিয়েছে, শিগগিরই শুরু হবে ‘সাহেবের চিঠি’ সিরিয়ালের প্রচার। দেবচন্দ্রিমাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘সাঁঝের বাতি’ সিরিয়ালে। দেবের সঙ্গে ‘কিশমিশ’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত