Ajker Patrika

সিরি ‘আ’-প্রিমিয়ার লিগেই যত রোমাঞ্চ-উত্তেজনা

আপডেট : ২২ মে ২০২২, ১১: ১১
সিরি ‘আ’-প্রিমিয়ার লিগেই  যত রোমাঞ্চ-উত্তেজনা

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তিনটিরই ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। বাকি আছে শুধু দুটি লিগ। ইংল্যান্ড ও ইতালির শীর্ষ লিগে কারা শিরোপা জিতবে, সেটা নির্ধারণ হবে আজ। দুটি লিগের চিত্র প্রায় এক। ইংল্যান্ডে শিরোপা লড়াই হবে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে আর ইতালিতে এই মীমাংসা হবে দুটি প্রতিবেশী ইন্টার ও এসি মিলানের মধ্যে। এখন পর্যন্ত ম্যানসিটি ও এসি মিলানের হাতে ব্যাটন থাকলেও শেষ মুহূর্তের রোমাঞ্চে বদলে যেতে পারে গোটা দৃশ্যপট।

ম্যানসিটি নাকি লিভারপুল

প্রিমিয়ার লিগে মৌসুমের একপর্যায়ে ম্যানসিটিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে বসেছিল অনেকে। তবে প্রিমিয়ার লিগে আগাম শিরোপার নিশ্চয়তা যে ব্রিটেনের আবহাওয়ার মতো, সেই কথা যেন আরেকবার প্রমাণ হলো। একপর্যায়ে পিছিয়ে থাকা লিভারপুল অদম্য গতিতে উঠে আসতে শুরু করে ওপরে। শিরোপার মীমাংসা এখন পৌঁছেছে শেষ দিনে গিয়ে।

শিরোপা জয়ের ব্যাটন অবশ্য এখনো সিটির হাতেই। নিজেদের ম্যাচে জিতে গেলে আর কোনো সমীকরণের দিকেই তাকানোর প্রয়োজন পড়বে না পেপ গার্দিওলার দলের। তবে সিটি পয়েন্ট হারালে আর লিভারপুল জিতলে শিরোপার উৎসবটা শুরু হবে অ্যানফিল্ডে।

আর এখানেই লিভারপুলের বড় ভরসা তাদের এক সময়ের সেনানী স্টিভেন জেরার্ড ও ফিলিপ্পে কুতিনহো। লিভারপুল কিংবদন্তি জেরার্ড নিজের সময়ে প্রিমিয়ার লিগে শিরোপা জিততে পারেননি। শিরোপা অধরা থেকেছে কুতিনহোরও। তবে দুজনেরই সুযোগ আছে এবার লিভারপুলকে পরোক্ষভাবে শিরোপা জেতানোর। জেরার্ড বর্তমানে অ্যাস্টন ভিলার কোচ আর কুতিনহো খেলছেন মাঝমাঠে। জেরার্ড যে সিটিকে আটকে লিভারপুলকে শিরোপা জেতানোর চেষ্টা করবেন, সেই বিশ্বাস আছে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপেরও। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে লিভারপুল থেকে অনেকে ফোনও দিয়েছেন জেরার্ডকে। এখন শিরোপা ধরে রাখতে উন্মুখ সিটিকে অ্যাস্টন ভিলা রুখতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।

মিলানের অপেক্ষা ফুরাবে

 ১১ বছর ধরে লিগহীন এসি মিলান। গত মৌসুমে সুযোগ তৈরি করেও জেতা হয়নি। তবে এবার দলটির সামনে শিরোপা জয়ের সেরা সুযোগ। তাদের অবস্থাও ম্যানসিটির মতোই। নিজেদের ম্যাচ জিতলেই শিরোপা। লিগে নিজেদের শেষ ম্যাচে মিলান আতিথ্য নেবে সাসুলোর মাঠে। আর ইন্টার নিজেদের মাঠে খেলবে সাম্পদোরিয়ার বিপক্ষে। এসি মিলান জিতে গেলে কোনো হিসাব ছাড়াই চ্যাম্পিয়ন হবে তারা। তবে বিপদ হবে তারা হেরে গেলে বা ড্র হলে। সে ক্ষেত্রে নিজেদের ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হবে ইন্টার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত