মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
ইলিশের মৌসুম সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। তাঁরা ইতিমধ্যে ছোট-বড় শতাধিক নৌকা তৈরি করেছেন। এখন এসব নৌকায় ইঞ্জিন বসানোসহ রঙের কাজ চলছে।
জানা গেছে, মতলব উত্তর উপজেলার ষাটনল, এখলাছপুর, মোহনপুর, কলাকান্দা, ফরাজীকান্দি ও জহিরাবাদ ইউনিয়নের অধিকাংশ ব্যক্তি মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। নদীতে মাছ ধরার অন্যতম উপকরণ হচ্ছে নৌকা বা ইঞ্জিনচালিত ট্রলার। প্রতিবছর ইলিশের মৌসুমের আগে এসব ইউনিয়নের নদীপাড়ে নৌকা তৈরি বা মেরামতের হিড়িক পড়ে।
গত মঙ্গলবার ফরাজীকান্দি ইউনিয়নের কাচারীকান্দি এলাকাসহ বিভিন্ন স্থানে নৌকা তৈরি ও মেরামতের দৃশ্য দেখা গেছে। কাঠমিস্ত্রির পাশাপাশি নৌকার মালিকেরা নৌকা তৈরির উপকরণ সংগ্রহে ব্যস্ত ছিলেন।
রোকন মাঝি বলেন, ‘মৎস্য আহরণ করে আমরা জীবিকা নির্বাহ করি। নদীতীরবর্তী মানুষের জীবন-জীবিকার সঙ্গে নৌকা জড়িত। এ জন্য ইলিশের মৌসুম আসার আগেই নৌকা তৈরি ও পুরোনো নৌকা মেরামত করি। একটি নৌকা তৈরি করতে খরচ হয় আড়াই থেকে তিন লাখ টাকা। আরবড় ট্রলার হলে কমপক্ষে ৫ লাখ টাকা খরচ পড়ে।’
নৌকার কারিগর (কাঠমিস্ত্রি) ধনরাজ বলেন, ছোট-বড় নৌকা তৈরিতে বিভিন্ন প্রজাতির গাছের কাঠ ব্যবহার করা হয়। বিশেষ করে গর্জন, মেহগনি, আকাশি, কাঁঠাল, কড়ই, রেন্ট্রি গাছের কাঠ বেশি ব্যবহার হয়।
ধনরাজ আরও বলেন, উপজেলায় অর্ধশতাধিক কাঠমিস্ত্রি রয়েছেন। এখন সবাই নৌকা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। তাঁদের পাশাপাশি আরও অন্তত কয়েক শ সহকারী এ কাজে নিয়োজিত রয়েছেন। প্রতিবছর এ সময়ে নৌকা তৈরির হিড়িক পড়ে। একটি নৌকা তৈরি করতে এক থেকে দেড় মাস সময় লাগে। নৌকার আকার ও প্রকারভেদে মজুরি নেওয়া হয়। সাধারণত একটি নৌকা তৈরি করতে ৩০-৫০ হাজার টাকা মজুরি নেওয়া হয়।
মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, এখানকার জেলেরা মেঘনায় মাছ শিকার করে প্রকৃত সুবিধা পান না। তাঁরা মহাজনের দাদন এবং বিভিন্ন লোন নেন। দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ। এ সময় জেলেরা বেকার থাকেন।
ইলিশের মৌসুম সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। তাঁরা ইতিমধ্যে ছোট-বড় শতাধিক নৌকা তৈরি করেছেন। এখন এসব নৌকায় ইঞ্জিন বসানোসহ রঙের কাজ চলছে।
জানা গেছে, মতলব উত্তর উপজেলার ষাটনল, এখলাছপুর, মোহনপুর, কলাকান্দা, ফরাজীকান্দি ও জহিরাবাদ ইউনিয়নের অধিকাংশ ব্যক্তি মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। নদীতে মাছ ধরার অন্যতম উপকরণ হচ্ছে নৌকা বা ইঞ্জিনচালিত ট্রলার। প্রতিবছর ইলিশের মৌসুমের আগে এসব ইউনিয়নের নদীপাড়ে নৌকা তৈরি বা মেরামতের হিড়িক পড়ে।
গত মঙ্গলবার ফরাজীকান্দি ইউনিয়নের কাচারীকান্দি এলাকাসহ বিভিন্ন স্থানে নৌকা তৈরি ও মেরামতের দৃশ্য দেখা গেছে। কাঠমিস্ত্রির পাশাপাশি নৌকার মালিকেরা নৌকা তৈরির উপকরণ সংগ্রহে ব্যস্ত ছিলেন।
রোকন মাঝি বলেন, ‘মৎস্য আহরণ করে আমরা জীবিকা নির্বাহ করি। নদীতীরবর্তী মানুষের জীবন-জীবিকার সঙ্গে নৌকা জড়িত। এ জন্য ইলিশের মৌসুম আসার আগেই নৌকা তৈরি ও পুরোনো নৌকা মেরামত করি। একটি নৌকা তৈরি করতে খরচ হয় আড়াই থেকে তিন লাখ টাকা। আরবড় ট্রলার হলে কমপক্ষে ৫ লাখ টাকা খরচ পড়ে।’
নৌকার কারিগর (কাঠমিস্ত্রি) ধনরাজ বলেন, ছোট-বড় নৌকা তৈরিতে বিভিন্ন প্রজাতির গাছের কাঠ ব্যবহার করা হয়। বিশেষ করে গর্জন, মেহগনি, আকাশি, কাঁঠাল, কড়ই, রেন্ট্রি গাছের কাঠ বেশি ব্যবহার হয়।
ধনরাজ আরও বলেন, উপজেলায় অর্ধশতাধিক কাঠমিস্ত্রি রয়েছেন। এখন সবাই নৌকা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। তাঁদের পাশাপাশি আরও অন্তত কয়েক শ সহকারী এ কাজে নিয়োজিত রয়েছেন। প্রতিবছর এ সময়ে নৌকা তৈরির হিড়িক পড়ে। একটি নৌকা তৈরি করতে এক থেকে দেড় মাস সময় লাগে। নৌকার আকার ও প্রকারভেদে মজুরি নেওয়া হয়। সাধারণত একটি নৌকা তৈরি করতে ৩০-৫০ হাজার টাকা মজুরি নেওয়া হয়।
মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, এখানকার জেলেরা মেঘনায় মাছ শিকার করে প্রকৃত সুবিধা পান না। তাঁরা মহাজনের দাদন এবং বিভিন্ন লোন নেন। দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ। এ সময় জেলেরা বেকার থাকেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪