Ajker Patrika

ইভিএমে ভোট কারচুপির অভিযোগে মামলা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৮: ৫৫
ইভিএমে ভোট কারচুপির অভিযোগে মামলা

খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট কারচুপির অভিযোগে মামলা করেছেন পরাজিত ৭ কাউন্সিলর প্রার্থী। গত সোমবার বিকেলে খাগড়াছড়ি যুগ্ম ও জেলা দায়রা জজ মাহমুদুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলায় রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা, বিজয়ী ৭ কাউন্সিলরসহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী মো. আফসার হোসেন রনি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকেও এ মামলায় মোকাবিলা বিবাদী করা হয়েছে।

মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বল্টুরাম, ২ নম্বর জগন্নাথ পাড়া, ৪ নম্বর মাস্টারপাড়া, ৫ নম্বরের চৌধুরীপাড়া, ৭ নম্বরে কালাডেবা, ৮ নম্বর সোনাইপুল এবং ৯ নম্বর রামগড় সদরের কেন্দ্রগুলোতে ছলছাতুরি করে ফলাফল কারচুপি করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে বুথভিত্তিক ফলাফল ঘোষণা না করে সম্মিলিত ফলাফল ঘোষণা করা হয়। এ জন্য মাস্টার কার্ড তলব, ফলাফল বাতিল ও পরবর্তী গেজেট প্রকাশ স্থগিতের আবেদন করা হয়।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই মামলার বিষয়ে তিনি অবগত নন।এদিকে ৯ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আফসার বলেন, নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন। কিন্তু ভোট গণনার সময় নানা ছলচাতুরির মাধ্যমে তাঁকে পরাজিত দেখানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত