Ajker Patrika

সংগ্রহ হয়নি এক কেজি গমও

এইচ এম শাহনেওয়াজ, পুঠিয়া
আপডেট : ১৬ জুন ২০২২, ১২: ৫১
সংগ্রহ হয়নি এক কেজি গমও

এ বছর সরকারিভাবে ধান-চাল ও গম কেনার কার্যক্রম গত ১ এপ্রিল শুরু হয়। কিন্তু রাজশাহীর পুঠিয়ায় গত দেড় মাসে নামেমাত্র ধান ও চাল সংগ্রহ করা হলেও সংগ্রহ হয়নি এক কেজি গমও। খাদ্য কর্মকর্তা বলছেন, সরকারনির্ধারিত দরের চেয়ে চাষিরা খোলাবাজারে দাম বেশি পাচ্ছেন। তাই স্থানীয় চাষিদের খাদ্যগুদামে ধান, চাল ও গম বিক্রিতে কোনো আগ্রহ নেই।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এই উপজেলায় প্রতি কেজি ২৭ টাকা দরে মোট ৩৮৮ মেট্রিক টন ধান, ৪০ টাকা কেজি দরে মোট ৮৫৭ মেট্রিক টন চাল ও ২৮ টাকা কেজি দরে ৮৩২ মেট্রিক টন গম কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এদিকে ১৪ জুন পর্যন্ত মোট ধান কেনা হয়েছে ৯৯ মেট্রিক টন, আর চাল কেনা হয়েছে ১৬৪ মেট্রিক টন। তবে এখন পর্যন্ত এক কেজি গমও কিনতে পারেনি খাদ্যগুদাম।

স্থানীয় মিলাররা বলছেন, বর্তমানে সরকারি খাদ্যগুদামের নির্ধারিত দরের চেয়ে খোলাবাজারে ধান ও চালের দাম অনেক বেশি। এরপরও এলাকার তালিকাভুক্ত মিলাররা তাঁদের জামানত ও লাইসেন্স রক্ষায় কিছু পরিমাণ চাল সরবরাহ শুরু করছেন।

স্থানীয় চাষি বেলাল উদ্দীন বলেন, কৃষকেরা ধান-গম নিয়ে গেলে গুদাম কর্তৃপক্ষ আর্দ্রতাসহ বিভিন্ন অজুহাতে তা ফেরত দেয়। এ ছাড়া গুদাম কর্মকর্তার হয়রানি ও সিন্ডিকেট চক্রের প্রভাবও বেশি। সে কারণে গোডাউনে কৃষকেরা ধান-গম বিক্রি করতে আসেন না। এবার খোলাবাজারে ধানের দাম বেশি পাচ্ছেন চাষিরা। গুদামে দিতে গেলে প্রতি মণে একটি বস্তার দাম, গাড়িভাড়া ছাড়াও গুদামের কর্মচারী ও শ্রমিকদের বকশিশ দিতে হয়। ফলে চাষিরা গুদামে বিক্রির আগ্রহ দেখান না।

উপজেলা কৃষি কর্মকর্তা শামসুনাহার ভূঁইয়া বলেন, উপজেলায় পর্যাপ্ত পরিমাণে ধান উৎপাদিত হলেও কয়েক বছর ধরে গম চাষ কম হচ্ছে। ফলে স্থানীয় বাজারগুলোতে গমের আমদানি কম।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘সরকারি ক্রয়মূল্যের চেয়ে বর্তমানে বাজারে ধান ও চালের দাম বেশি। সেই সঙ্গে এই এলাকায় গম চাষ কম হয়েছে। ফলে এখন পর্যন্ত কেউ গুদামে গম বিক্রি করতে আসেননি। আগামী আগস্ট পর্যন্ত আমাদের ক্রয় কার্যক্রম চলবে। ক্রয়ের সময়সীমা বাড়তে পারে।’ মোহাম্মদ আলী আরও বলেন, ‘খাদ্যগুদামে হয়রানি ও সিন্ডিকেট চক্র বলে কিছু নেই। তবে যাঁরা বিক্রি করতে আসেন, তাঁদের খাদ্যের গুণগত মান সঠিক থাকলে তা আমরা কিনে নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত