Ajker Patrika

গাছ বানাই, সূর্য বানাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৫৫
গাছ বানাই, সূর্য বানাই

জরি ইদানীং বিকেলের নাশতায় ভাজাপোড়া ও ফাস্ট ফুডজাতীয় খাবার খেতে চায়। কিন্তু এই খাবারগুলো তো স্বাস্থ্যের জন্য ভালো নয়। রোজ রোজ ভাজাপোড়া ও বাইরের খাবার খেলে যে শরীর খারাপ করবে। শরীর পুষ্টি পাবে না। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে ভাজাপোড়া ও ফাস্ট ফুড তো খাওয়াই যায়। রোজ রোজ নয়।

জরির আম্মু জরিকে ফল খাওয়ানোর বুদ্ধি বের করলেন। এক বিকেলে তিনি জরিকে বানিয়ে দিলেন গাছ ও সূর্য। কীভাবে করেছেন, জানো?

প্রথমে একটি শসা খুব ভালো করে ধুয়ে নেন তিনি। এরপর স্লাইস করে কেটে নেন। স্লাইসগুলোকে আবার দুই ভাগ করে কাটেন। এরপর একটি আনার কেটে তার দানাগুলো খুলে নেন। একটি প্লেটের মাঝামাঝি তিনি কেটে রাখা শসার স্লাইসগুলো সাজিয়ে রাখেন। ফাঁকা অংশে দিয়ে দেন আনারের কিছু দানা। এবার তার নিচে গাছের কাণ্ডের মতো বসিয়ে দেন লম্বা করে কাটা শসার স্লাইস। তার নিচে গাছের শিকড়ের মতো সাজিয়ে নেন আনারের অনেক দানা। হয়ে গেল গাছ ও তার শিকড়।

এবার প্লেটের ওপরের দিকে গাজর দিয়ে সূর্য বানিয়ে দিলেন। আর সূর্যের দুই পাশে মেঘের মতো করে বসিয়ে দিলেন শসার স্লাইস।

এরপর জরি খুব মজা করে ফল দিয়ে তৈরি গাছ ও সূর্য খেয়ে নিল। আর জানোই তো, ফল খেলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে ও সুস্থ থাকা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত