Ajker Patrika

খালেদার বিদেশে চিকিৎসা নিঃশর্তে নাকি ক্ষমায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ০৯: ৩৮
খালেদার বিদেশে চিকিৎসা নিঃশর্তে নাকি ক্ষমায়

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো নাজুক ও অপরিবর্তিত। টানা দুই দিন তাঁর শরীর থেকে রক্তক্ষরণ হওয়ায় তিনি অনেক দুর্বল। তবে রক্তক্ষরণের কারণ জানতে যে যন্ত্র দরকার, সেটি বাংলাদেশে নেই। রক্তক্ষরণ একেবারে বন্ধ করতে হলে তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হবে বলে চিকিৎসকেরা বলেছেন।

গতকাল সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়া হাঁটতে পারছেন, কথা বলছেন। কখনোই তাঁর কথা বলা বন্ধ হয়নি। তিনি হেঁটে হেঁটে ওয়াশরুমেও যেতে পারেন।

বিদেশে যেতে আইনি বাধা নেই

গতকাল সারা দেশে মসজিদ ও উপাসনালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়। জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপির নেতারা। সমাবেশে বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আইনজীবীরা ইতিমধ্যে বলেছেন, খালেদা জিয়ার বিদেশে যেতে আইনি কোনো বাধা নেই। আমরা অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাঁকে বিদেশে পাঠানোর জন্য জোর দাবি জানাচ্ছি।’ এ সময় আরও উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম প্রমুখ।

সবার দোয়া চেয়েছেন খালেদা জিয়া

গতকাল খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ছোট মেয়ে মাহমুদা খানম ভাসানী। তিনি সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া কথা বলতে পারছেন, তবে খুব ধীরে ধীরে। তাঁর শরীর খুবই দুর্বল। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান।

চিকিৎসার যন্ত্রপাতি বাংলাদেশে নেই

রাজধানীর প্রেসক্লাবে এক আলোচনায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, তিলে তিলে মৃত্যুর দিকে যাচ্ছেন খালেদা জিয়া। তাঁর যে স্নায়ুতে সমস্যা হয়েছিল, চিকিৎসার ফলে সেটা দুই দিন ঠিকমতো চলেছে। কিন্তু এটা সাময়িক। এটা ভালোভাবে চিকিৎসার জন্য যে যন্ত্রপাতি বা চিকিৎসাব্যবস্থা দরকার, তা বাংলাদেশে নেই। এর জন্য বিদেশে চিকিৎসার জন্য নেওয়া দরকার, যা এই সরকার দিচ্ছে না।

চিকিৎসা নয়, সরকার পতনের দাবি

বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমরা বিশ্বাস করি খালেদা জিয়া জনগণের জন্যই বেঁচে থাকবেন। আমার মনে হয়, খালেদা জিয়ার চিকিৎসার দাবির চেয়ে সরকার পতনের দাবিই মূল দাবি হওয়া উচিত।’ গতকাল রাজধানীতে সম্মিলিত ছাত্র যুব ফোরাম আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত