Ajker Patrika

আবারও পেছাল সাক্ষ্যগ্রহণ

সিলেট সংবাদদাতা
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১: ০৭
আবারও পেছাল  সাক্ষ্যগ্রহণ

সাড়ে ছয় বছরেও বিজ্ঞান বিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশের হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি। গতকাল মঙ্গলবার টানা চতুর্থবারের মতো পিছিয়েছে এই মামলার সাক্ষ্যগ্রহণ। গতকাল মঙ্গলবার সিলেট সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে এই মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। তবে ঢাকার কারাগার থেকে এক আসামিকে হাজির করতে না পারায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে যায়।

এই নিয়ে টানা চতুর্থবার পেছাল এই মামলার সাক্ষ্যগ্রহণ। এর আগে গত ২২ নভেম্বর, ৮ নভেম্বর এবং ২৭ অক্টোবর সাক্ষীরা উপস্থিত না হওয়ায় সাক্ষ্যগ্রহণ হয়নি। মামলার ২৯ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এই দীর্ঘ সময়ে সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনন্ত বিজয় দাশের স্বজনরা।

এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী প্যানেলের সদস্য মো. মনির উদ্দিন জানান, গতকাল এই মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আরমান আলী ও সিআইডির আইটি ফরেনসিক বিভাগের উপপরিদর্শক মাসুদ সিদ্দিকী ও সিআইডির উপপরিদর্শক মো. সুহেল রানার সাক্ষ্যগ্রহণের কথা ছিলে। আগের তিনটি তারিখে তাঁরা অনুপস্থিত থাকলেও গতকাল নির্ধারিত সময়েই আদালতে উপস্থিত হন।

আইনজীবী মনির উদ্দিন আরও বলেন, এই মামলায় কারাগারে রয়েছেন আবুল খায়ের রশিদ আহমদ ও শফিউর রহমান ফারাবী। আবুল খায়েরকে আদালতে উপস্থিত করা হয়। অন্য আসামি শফিউর রহমান ফারাবীকে আদালতে হাজির করা হয়নি। তিনি কাশিমপুর কারাগারে আছেন। আগামী ১৯ জানুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

ক্ষোভ প্রকাশ করে অনন্ত বিজয়ের বোনজামাই সমর বিজয় শী বলেন, ‘করোনা অতিমারিতে এই মামলার সাক্ষ্যগ্রহণ অনেক পিছিয়ে গেছে। এখন স্বাভাবিক আদালত কার্যক্রমের মধ্যেও টানা চারবার সাক্ষ্যগ্রহণ পেছাল। ডিসেম্বর মাসে আদালত বন্ধ থাকবে। ফলে এ বছরও সাক্ষ্যগ্রহণ শেষ হচ্ছে না। এতে বিচার পাওয়া নিয়েই আমরা শঙ্কিত।’

২০১৫ সালের ১২ মে সুবিদবাজারে নুরানি আবাসিক এলাকায় খুন হন অনন্ত। তিনি ‘যুক্তি’ নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। এ ছাড়া বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে অনন্ত পূবালী ব্যাংকের ডেভেলপমেন্ট অফিসার পদে কর্মরত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত