Ajker Patrika

যে পদে যোগদান, সে পদে থেকেই অবসর

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৫: ২২
Thumbnail image

বেতন গ্রেড উন্নীতকরণ ও পদোন্নতির দাবিতে মনিরামপুরে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন তৃতীয় শ্রেণির কর্মচারীরা।

গত মঙ্গলবার থেকে সারা দেশের সঙ্গে একযোগে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরের কর্মচারীরা এ কর্মবিরতি পালন করছেন।

এদিকে কর্মচারীদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়ছেন দপ্তর দুটিতে সেবা নিতে দূর-দূরান্ত থেকে আসা লোকজন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা কর্মবিরতি চালিয়ে যাবেন বলে কর্মচারীরা জানিয়েছেন।

আন্দোলনকারীরা বলছেন, তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে চাকরিতে যোগ দিয়ে আজও পর্যন্ত তাঁদের পদোন্নতি হয়নি। অথচ তাঁদের সঙ্গে যারা এ পদে অন্য দপ্তরে যোগ দিয়েছেন, তাঁরা অনেকে প্রথম শ্রেণির কর্মকর্তা হয়ে গেছেন। প্রধানমন্ত্রী অনুমতি দিলেও অর্থ মন্ত্রণালয় সম্মতি দিচ্ছেন না।

আন্দোলনকারী প্রবীর কুমার চৌধুরী বলেন, ‘অফিস সহকারী হিসেবে ১৭ বছর চাকরি করছি। আমাদের সঙ্গে যারা অন্য দপ্তরে ঢুকেছেন, তাঁদের ৮ বছর পর পদ পরিবর্তন হয়েছে। এখন অনেকে প্রথম শ্রেণিতে পদোন্নতি পেয়েছেন। আমাদের যে পদে যোগদান, সে পদে থেকেই অবসর নিতে হচ্ছে।’

প্রবীর কুমার চৌধুরী বলেন, ‘আমাদের এ পদ থেকে উন্নীত হয়ে প্রশাসনিক কর্মকর্তা হওয়ার সুযোগ আছে, কিন্তু তা হচ্ছে না। একই পদে থেকে আমাদের অনেকে অবসরে গেছেন।’

এদিকে গতকাল দপ্তর দুটিতে সেবা নিতে আসা মানুষকে ভোগান্তিতে পড়তে দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত