Ajker Patrika

সিলেট বিভাগীয় বাছাই সম্পন্ন

সিলেট সংবাদদাতা
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৭: ২১
Thumbnail image

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বাংলাদেশ ইনফরমেটিকস অলিম্পিয়াড সিলেট বিভাগীয় বাছাই সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে এই বাছাই সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, বাংলাদেশ ইনফরমেটিকস অলিম্পিয়াড স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি প্রোগ্রামিং প্রতিযোগিতা। আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডের সঙ্গে মিল রেখে এটি হয়ে থাকে। এই অলিম্পিয়াডে শিক্ষার্থীরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে বিভিন্ন কঠিন সমস্যার সমাধান করে থাকেন। ১৯৮৯ সালে বুলগেরিয়াতে প্রথমবারের মতো ইনফরমেটিকস অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছিল।

জনসংযোগ শাখা আরও জানায়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ২০০৬ সাল থেকে বাংলাদেশ ইনফরমেটিকস অলিম্পিয়াডের সিলেট বিভাগীয় ভেন্যু হিসেবে কাজ করছে। গতকাল শনিবার সকালে বিভাগীয় বাছাইয়ের জন্য শিক্ষার্থীরা বটেশ্বরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে জড়ো হন। পরে তাঁদের বাছাই সম্পন্ন হয়। মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষক এবং সিএসই সোসাইটির দায়িত্বশীলরা এই অলিম্পিয়াডের বাছাইয়ের পুরো বিষয় তদারক করেন।

বাছাইয়ে যাঁরা নির্বাচিত হবেন তাঁদের নাম পরবর্তীতে কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হবে। তাঁরা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য অলিম্পিয়াডে অংশগ্রহণ করবেন। সেখানে উত্তীর্ণ হতে পারলে সুযোগ পাবেন আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের। বাছাইয়ে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই বিভাগের অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, সহযোগী অধ্যাপক ড. এএসএম ইফতেখারউদ্দিন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. মাহফুজুল হাসান প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

নবাবি প্রশাসনে হিন্দু আমলারাই সংখ্যাগরিষ্ঠ

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত