ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলায় গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠায় নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। নির্মাণকাজ বন্ধ থাকায় ছাদের রডে মরিচা ধরেছে। আবার কাজ কবে শুরু হবে এ বিষয়ে ঠিকাদার ও উপজেলা এলজিইডির পক্ষে থেকে কিছুই জানানো হয়নি। প্রায় কোটি টাকা বরাদ্দে ভবনের নির্মাণকাজ শুরু হয়েছিল।
সরেজমিন দেখা গেছে, ঠিকদার নিম্নমানের সামগ্রী ও অনিয়মের আশ্রয় নিয়ে গত ২৯ জানুয়ারি দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেন। পরে স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে এলজিইডি কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়। এতে করে যথাসময়ে বিদ্যালয় ভবনের নির্মাণকাজ সম্পন্ন করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অপর দিকে ১৬ দিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় রডে মরিচা ধরেছে।
গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন খান ও ম্যানেজিং কমিটির সহসভাপতি জাকির হোসেন অভিযোগ করে বলেন, এলজিইডির অর্থায়নে ৯৯ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স ২০২০ সালের মে মাসে নির্মাণকাজ শুরু করে। গত ২৯ জানুয়ারি দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেয়। কিন্তু কাজের মান নিয়ে সন্দেহ হয়। বিষয়টি বরিশাল এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হয়। পরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাকারিয়া পরিদর্শন আসেন। তিনি এসে দেখেন আট মিলি, চার মিলি ও নুড়ি পাথর দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে নিম্নমানের বড় পাথর দেওয়া হয়েছে। এ ছাড়া ২০ মিলি রডের পরিবর্তে ১৬ মিলি এবং ১২ মিলির পরিবর্তে ১০ মিলি রড় দেওয়া হয়েছে। ছাদ ঢালাইয়ে দুই রডের মধ্যে ছয় ইঞ্চি ফাঁকা রাখার কথা থাকলেও সাড়ে আট ইঞ্চি ফাঁকা রেখে ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হয়, তা দেখে কাজ বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে ঠিকাদার শিমুল হোসেন বলেন, যথাযথ নিয়মানুযায়ী কাজ করা হচ্ছে। তবে পাথর, রড ও কাঠের কিছু সমস্যার বিষয়ের কর্তৃপক্ষ জানালে তা পরিবর্তন করা হয়েছে। ব্যক্তিগত কারণে কিছুদিন কাজ বন্ধ রয়েছে। খুব দ্রুতই যথাযথভাবে কাজ শুরু করা হবে।
উপজেলা এলজিইডির প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, বিদ্যালয় ভবনের নির্মাণকাজে সামান্য কিছু ত্রুটি ধরা পড়লে তা ঠিকাদার সমাধান করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
এলজিইডির বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল হুদা বলেন, মূলত ছাদ ঢালাইয়ের সময় কোনো প্রকৌশলী উপস্থিত ছিল না। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরে বরিশালের নির্বাহী প্রকৌশলী ওখানে যান। তখন পাথর ও রডের কিছু অনিয়ম ধরা পড়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল।
ঝালকাঠির রাজাপুর উপজেলায় গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠায় নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। নির্মাণকাজ বন্ধ থাকায় ছাদের রডে মরিচা ধরেছে। আবার কাজ কবে শুরু হবে এ বিষয়ে ঠিকাদার ও উপজেলা এলজিইডির পক্ষে থেকে কিছুই জানানো হয়নি। প্রায় কোটি টাকা বরাদ্দে ভবনের নির্মাণকাজ শুরু হয়েছিল।
সরেজমিন দেখা গেছে, ঠিকদার নিম্নমানের সামগ্রী ও অনিয়মের আশ্রয় নিয়ে গত ২৯ জানুয়ারি দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেন। পরে স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে এলজিইডি কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়। এতে করে যথাসময়ে বিদ্যালয় ভবনের নির্মাণকাজ সম্পন্ন করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অপর দিকে ১৬ দিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় রডে মরিচা ধরেছে।
গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন খান ও ম্যানেজিং কমিটির সহসভাপতি জাকির হোসেন অভিযোগ করে বলেন, এলজিইডির অর্থায়নে ৯৯ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স ২০২০ সালের মে মাসে নির্মাণকাজ শুরু করে। গত ২৯ জানুয়ারি দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেয়। কিন্তু কাজের মান নিয়ে সন্দেহ হয়। বিষয়টি বরিশাল এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হয়। পরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাকারিয়া পরিদর্শন আসেন। তিনি এসে দেখেন আট মিলি, চার মিলি ও নুড়ি পাথর দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে নিম্নমানের বড় পাথর দেওয়া হয়েছে। এ ছাড়া ২০ মিলি রডের পরিবর্তে ১৬ মিলি এবং ১২ মিলির পরিবর্তে ১০ মিলি রড় দেওয়া হয়েছে। ছাদ ঢালাইয়ে দুই রডের মধ্যে ছয় ইঞ্চি ফাঁকা রাখার কথা থাকলেও সাড়ে আট ইঞ্চি ফাঁকা রেখে ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হয়, তা দেখে কাজ বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে ঠিকাদার শিমুল হোসেন বলেন, যথাযথ নিয়মানুযায়ী কাজ করা হচ্ছে। তবে পাথর, রড ও কাঠের কিছু সমস্যার বিষয়ের কর্তৃপক্ষ জানালে তা পরিবর্তন করা হয়েছে। ব্যক্তিগত কারণে কিছুদিন কাজ বন্ধ রয়েছে। খুব দ্রুতই যথাযথভাবে কাজ শুরু করা হবে।
উপজেলা এলজিইডির প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, বিদ্যালয় ভবনের নির্মাণকাজে সামান্য কিছু ত্রুটি ধরা পড়লে তা ঠিকাদার সমাধান করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
এলজিইডির বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল হুদা বলেন, মূলত ছাদ ঢালাইয়ের সময় কোনো প্রকৌশলী উপস্থিত ছিল না। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরে বরিশালের নির্বাহী প্রকৌশলী ওখানে যান। তখন পাথর ও রডের কিছু অনিয়ম ধরা পড়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
১ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪